অর্ধ গ্লাস পানি লইয়া জ্ঞানীর নিকটে আসিলুম, জিগাইলাম ওহে জ্ঞানী আপনি কি দেখিতে পাইতেছেন? খানিক ভেবে জ্ঞানী কহিলেন গ্লাসের আর্ধেকটাই ফাঁকা, জ্ঞানীর নিকটে কিছু চ্যালা বসিয়া ছিল,উহারাও একই কথা বলিল। আমি কহিলাম তোমরা কি আর্ধেক গ্লাস পানি কেহ দেখিতেস না? একজন ফিসফিস করিয়া আমার কানের কাছে আসিয়া কহিল, স্যার যা বলেন তাই ঠিক, স্যার বলিলেন ফাঁকা তাই ফাঁকা, তবে স্যার যদি আগামিকইল্য বলেন অর্ধেক গ্লাসে পানি আমরাও স্যারের সাথে ঐক্যমত্য পোষণ করিব।
একটা জোকস মনে পড়ে গেল, এক বয়স্ক জ্ঞানী লোক খুব ভাব নিয়ে বলছে আমি তো আর কম জানি না, চুল তো আমার এমনি এমনি পাকে নাই। এক লোক উঠে বলল ভেড়ার গায়ের সব........................... থাক আর নাই বলি, অভিজ্ঞতার আসলেই অনেক মূল্য।
আমি মনে করি বর্তমান যুগের ছেলেমেয়েরা চিন্তাধারায় অনেক উন্নত, নিজের ধর্ম মেনে চলার পাশাপাশি অন্য ধর্মের প্রতি/ বিশ্বাসের প্রতি শ্রদ্ধাবোধ
প্রায় সবার মধ্যেই আছে।
ফেসবুক/ব্লগের এর অনেক ইতিবাচক দিকও আছে, কয়েকদিন আগেই তো বাংলাদেশ দলের পাকিস্তান সফরের বিরুদ্ধে ক্যাম্পাসে একটা মানববন্ধন হল। রক্তদান, চিকিৎসায় অর্থদান, শীতবস্ত্র বিতরণ...... এই রকম আরও অনেক কাজ ফেসবুক/ব্লগের মাধ্যমে হচ্ছে।
আমি জানি না ড্রাগন ফল খেতে কেমন? কিন্তু আমি যদি একজন সেলিব্রেটি হই আর না খেয়েই বলি উহা টক, আমি নিশ্চিত আমার সাথে সহমত প্রকাশ করার মত মানুষের অভাব হবে না।