ট্রানজিট চুক্তি জীবন দিয়ে বাস্তবায়ন করব : মেয়র মহিউদ্দিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আগামীকল্য যিনি অম্লিগের মেয়র হিসেবে নির্বাচিত হৈতে যাইতাছেন সেই বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীনের ঘোষণা শুনুন: সাবাশ বাঙালী
‘দেশের স্বার্থে জীবন দিয়ে হলেও আমরা ট্রানজিট চুক্তি বাস্তবায়ন করব’ উল্লেখ করে চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতির সমৃদ্ধির জন্য চট্টগ্রাম বন্দরের ট্রানজিট চুক্তি হয়েছে। দেশবিরোধী কিছু শক্তি ট্রানজিটের বিরোধিতা করছে। তিনি গতকাল চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তিকে স্বাগত জানিয়ে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ, বিগত আওয়ামী লীগ সময়ে এসএসএ নামে এক আমেরিকান কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তি করাকে বাধা দিয়েছিলাম। আমেরিকার সঙ্গে চুক্তি হলে বন্দর তারা পরিচালনা করত এবং দেশে আমেরিকার ঘাঁটি গড়ে উঠত। কিন্তু ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তিতে দেশবিরোধী কোনো কিছু নেই। বন্দর আমরাই পরিচালনা করব। আমরা বন্দর ইজারা দেইনি, শুধু ব্যবহার করার অনুমতি দিয়েছি।
তিনি বলেন, চট্টগ্রামবাসী দীর্ঘদিন যাবত্ ট্রানজিটের জন্য আন্দোলন করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই আশা পূরণ করায় আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রানজিট চুক্তি বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক উন্নতি সম্ভব হবে। বন্দর থেকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেসব শ্রমিক চাকরিচ্যুত হয়েছে, তাদের চাকরির ব্যবস্থাও হবে ট্রানজিট বাস্তবায়নের মাধ্যমে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া, বেলায়েত হোসেন, বদিউল আলম, চট্টগ্রাম চেম্বার পরিচালক সগীর আহমেদ, কাউন্সিলর অ্যাডভোকেট আবু নাসের প্রমুখ।
Click This Link
৬টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন