
ডিয়ার মডারেটর মশাই, খারেজিরে মুক্ত দেইখা পরশু লগইন করসিলাম। কিন্তু দেহি আমি অহনো মুখ বন অবস্থায়ই নিরাপদ হৈ আছি। বছর খানেক ধইরা মুখ বন অবস্থায় নিরাপদ থাকতি থাকতি ক্লান্ত হৈ গেলাম বস। মেজাজ বিলা হয়া আছে। কত ইতং বিতং অকেশন আইলো গেল, হেইগুলানর কুনো একটারে উপলক্ষ ধইরা হলেও প্রতিদিন ব্যাটারে মুক্তি দেওন যায় না? এই যেমুন ধরেন, আইজকা নববর্ষ। যদি মুক্তি পাইতাম আপনে আর সামহোয়ারের চোদ্দগুষ্ঠিরে শুভ নববর্ষ জানাইবার সুযোগ পাইতে পার্তাম। কতো মজা হৈতো। গত বচ্ছর এক দিনে বাংলাদেশের ডিজিটাল প্রধানমন্ত্রী দেশের বারটা বাজাই দিসিলেন। আইজকা আবার তেরটা বাজানোর নির্দেশ দিসেন। এই মহান দিনটারে স্মরণ কইরা রাখতি বড়ো ইচ্ছে হয়। ডিয়ার মডারেটর, পিলিজ পিলজ পিলিজ। দোহাই লাগে।
একখান বিশেষ অনুরোধ: কেহ দয়াবান ব্লগার কি আছেন আমার এই পুস্টখানি সামনের পেইজে শেয়ার কর্তারেন? ব্যাপক ধন্যাপাতা প্রাপ্ত হৈবেক।
আগের এইরম ইতিকথাসমূহে গুত্তা দিতে পারেন: ..
খারেজিরে মুক্ত দেইখা লগইন করলাম। কিন্তু দেখি আমি অহনো মুখ বন অবস্থায়ই নিরাপদ হৈ আছি।
আমি একা মিছিল মিটিং করনের লোক।
আপডেট>প্রতিদিন একটি রুমাল। মুখ বন কন্টিনিউয়িং।
ল্যামপোস্টের লগে সংহতি ঘোষণা করলাম। কিন্তু বস, এই নিয়া পোস্ট, কমেন্ট কিছুই করবার পারি না।
হায় আমি অহনো সাধারণ ব্লগার। মন্তব্যও করবার পারি না। তাই টিপাইমুখ বাঁধ লইয়া মুখে বাঁধ দিয়া রাখতে হইতাসে।
মডু বরাবর চিঠি: আনব্লক করনের লাইগ্যা ব্যাপক ধইন্যপাতাসহ
টিপাইমুখ বাঁধ বিষয়ে কুনো স্টিকি পুষ্ট সহ্য করা হইবে না।
তারপরে আরো পুরা কাহিনী..
নিরাপদ হইবার পর, জ্ঞানী ও রাজনৈতিক পুষ্ট (১৮+)
আমি আজ নিরাপদ ব্লগার, বাহ! ব্লগের এইসব সাধারণ অসাধারণ থাকা
মনটা বেশ খারাপ হয়ে গেল, আমি তো এখানে ফাইজলামি করতে আসি নাই
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৫