এগারতম কিস্তি
আগামি কাল এস এস সি পরীক্ষা শুরু হবে। মিত্রা খুব ভাল প্রস্তুতি নিয়েছে,মন অনেকটা ফুরফুরে,পরীক্ষার পরে কি করবে তা আগ থেকে পরিকল্পনা করা এইজন্য মিত্রা খুব উত্তেজিত,সব মিলে খুব ভাল আছে।
আজ আলিযা নমিতার বাসায় যাবে,যদি সুযোগ হয় মিত্রার বিষয়ে কথা বলবে।মিত্রা আলিযার ভাল বন্ধু হলেও নমিতাকে দিদি বলে ডাকে এবং খুব সম্মান করে, নমিতাও খুব স্নেহ করে আলিযাকে। তাই আলিযা নমিতা প্রতি তার ভালোবাসার নিদর্শন স্বরূপ অন্তত নিজেদের মধ্যে ভাল থাকার জন্য এই কাজ করবে।
যথাসময় আলিযা নমিতার বাসায় পৌছল,নমিতা আলিযাকে দেখে অনেকটা বিস্মিত হলো,আলিযা পা ধরে পড়ে সালাম করতে চাইলে নমিতা তা করতে দিলো না, বলল দিদির পা ধরে সালাম করতে হবে না,কি খবর ? কেন সালাম করছো?
নমিতা বলল, আগামি কাল আমার পরীক্ষা দোয়া চাইতে এসেছি, আমার পরীক্ষা যেন ভাল হয়। নমিতার বোন নেই তাই আবেগে চোখে জল চলে এল,কি যে ভাল লাগল আলিযার কথা শুনে তা বুঝাতে পারবোনা, আগে থেকে নমিতা আলিযাকে দূর থেকে নিজের বোনের মত দেখতো কিছুটা শাসনেও রাখত তা কখনো আলিযাকে বুঝতে দেয়নি, বুঝতে দেয়নি তার মনের ভিতর কতো মায়া তার জন্য,সমস্ত ভালোবাসা দিয়ে মন থেকে দোয়া করলো,আল্লাহ্ যেন তার পরীক্ষা ভাল করে।
নমিতার মা নমিতাকে ডাকছে,
নমিতা আসছি বলে সামনে এগুতে দেখে আলিযা! বিস্ময়ে তাকিয়ে জিজ্ঞাসা করল, পাশের বাসার আলিযা না, আলিযা মাথা ন্যুয়ে সালাম করলো,বলল আগামি কাল থেকে আমাদের পরীক্ষা তাই দিদিকে বলতে এসেছি,আন্টি আমার জন্য দোয়া করবেন।
নিশ্চয়, আল্লাহ্ যেন তোমার মনের আশা পূরণ করে।
নমিতা আলিযাকে মিষ্টি দাও বলে, নমিতার মা নিজের কাজে ভিতরে চলে গেল।নমিতা মিষ্টি এনে দুই জনে বসলো, কথা ফাকে আলিযা বলল, দিদি তোমার সাথে আমার কথা আছে,নমিতা বলল, কি এখন বলবে, হ্যাঁ দিদি। ঠিক তখন নমিতার ফোনে ক্রিংক্রিং আওয়াজ,ফোন রিসিভ করে,আলিযাকে বলল, পরীক্ষার পরে কথা হবে।
আলিযা তার মনের কথা বলতে পারলো না, তাই খুব দুঃখ নিয়ে নমিতা দিদির বাসা থেকে বের হলো,খুব কষ্ট পাচ্ছে নিজে নিজে।
অপূর্ব পারিবারিক কাজে কিছু দিনের জন্য ঢাকায় যাবে,তাই সকল প্রস্তুতি সম্পন্ন করছে খুব দ্রুতগতিতে। কি জন্য যাচ্ছে কেন যাচ্ছে তা কোন বন্ধুরদের জানায়নি।যাওয়ার আগে বন্ধুদের কি বলে যাবে তা নিয়ে ভাবছে অপূর্ব।যাই হউক সবাইকে কলেজে গেলে বলে দেবে সে ঢাকা যাচ্ছে, কেউ আর প্রশ্ন করবে না, কি জন্য যাচ্ছি তা বলে বরং জিজ্ঞাসা করবে কখন আসছি ফিরে।
শুকুন্তলা আজ গান গাইবে নিজেদের পাড়ায়, খুব সুন্দর গান করে সুকুন্তলা তা বন্ধুদের মধ্যে অনেকের জানা ছিল না , পাড়া প্রতিবেশীদের অনেকে জানে বলে তাকে পাড়ার প্রোগ্রামে গান গাইবার জন্য ধরেছে শুকুন্তলাকে, আর শুকুন্তলা এক কথা রাজি হয়ে গেল।তাই সকল বন্ধুকে ফোনে জানানো জন্য কল করছে। সবাই আসবে বলে জানিয়েছে,কিন্তু অপূর্ব আসতে পারবে না বলে জানায়। খুব কষ্ট পেয়েছে শুকুন্তলা,মন খুব খারাপ। যে বন্ধুরসাথে তার সবচেয়ে অন্তরঙ্গ বেশী সে কি না আসতে পারবেনা বিষয়টা তার কাছে অন্য রকম লাগছে,যে বন্ধুকে একবার বললে শত ব্যস্ততাকে রেখে চলে আসতো আজ সেই প্রিয় বন্ধু না বলে দিলো ......।
চলবে .................................।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৮