ছেলেটা কি অবিশ্বাস্য একটা ইনিংস করে ফেললো!!সারা বিশ্বকে অবাক করে দিয়েছে । এই ইনিংসের মাধ্যমে যে রেকর্ডগুলো হয়েছে –
*** ২য় টেস্ট ব্যাটসমান যে ১০নং এ ব্যাট করতে নেমে debut ম্যাচে ১০০* রান করেছে ।
*** বিশ্ব টেস্ট ক্রিকেটে ৪র্থ ১০ নং ব্যাটসম্যান হিসেবে hundred করেছেন আজ
*** বাংলাদেশের ১ম ব্যাটসম্যান হিসেবে ১০নং এ hundred করলেন ।
*** বাংলাদেশের ৩য় ব্যাটসম্যান আবুল হাসান যে debut ম্যাচে ১০০ করলেন
*** ৯ম উইকেটের অপরাজিত ১৭২ রানের ইনিংস ৪র্থ বৃহত্তম partnership
আশা করি আগামিকাল দলের রান ৪০০ পার হবে, আর এ জুটি কতদূর যেতে পারে আমরা সেটা দেখার অপেক্ষায় রইলাম ।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৩৯