ভাঙ্গে; শুধুই মচকায় না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সামাজিকতার দেয়াল ভেঙ্গে
তুমি যখন নিজের আড়াল থেকে বেরিয়ে আসবে
তখন দেখবে তোমার চারপাশের সবাই
ক্রমশ দূরে সরে যাচ্ছে , ক্রমশ ...
সরে তো যাবে সেটাই স্বাভাবিক
কারণ এরই মাঝে ভাঙ্গা দেয়াল পেছনে রেখে তুমি
এগিয়ে এসেছো অনেকদূর,
তুমিই তো সরে এলে
সেই ভাঙ্গা দেয়ালের ভগ্নস্তুপ থেকে
যদিও ভগ্নস্তুপের ইটেরা নিজের মরহুম বর্তমান কালকে
লজ্জার ইতিহাস হিসেবে মেনে নিতে নারাজ
এটা চরম ইগোর পরাজয় বলে তারা মনে করে ।
তোমার ভবঘুরে চিলেকোঠার ঘর থেকেও যারা
পেছনে পড়ে আছে ভাঙ্গা দেয়ালের ইট হয়ে
প্রেমের দোহায় তুলে তারাও
পাশাপাশি অভিশপ্ত চুমুর বিষে
বিষাক্ত করে যে যার যার ব্যক্তিগত সঙ্গম আর শিশু ।
পাশাপাশি বাঁচতে ভালবাসে
বলে " এই হলো মানবপ্রেম , বন্ধুত্ব ,প্রজন্মের দায়"
যদিও কখনো সখনো
মদের টালে প্রলাপের মত খিস্তি করে ওরা বলে
" এই বন্দীদশা থেকে নাকি মুক্তি চাই " !!!!!!!!
এই মানব শেকলে বানানো সমুদ্র দুর্গের দেয়াল ভেঙ্গে
সেখানে নিজেকে সমুদ্রের দিকে খোলা জানালা ভাবার
ফ্যান্টাসিতেই তারা বেচে থাকে
একেই ভাবে মহানির্বান অথবা লং হলিডে !!! ।
যেন অনেকদিন বৃষ্টি না হওয়া কোন ধূলোর শহরে
হঠাত বসন্তের ক্যাম্প থেকে জানোয়ারের শক্তিতে বেরিয়ে আসা
বাতাসের সৈন্যরা আততায়ী শত্রুর মত
পাগলের মত ঢুকে পড়েছে শহরে
তাই তুমিও পাগলাগারদের থেকে চুরি করে বের হয়ে
আদিম পশুর মত উন্মাদনায় ক্ষোভে
নেমে এসেছো তোমার শহরের রাস্তায়
কোন মরা বায়সনের আত্মার থেকে ঝরা রংধনু রক্ত
তোমার জীবনের মধু ও বিষের সাথে
মিশিয়ে পান করে মৃত্যুতে মাতাল হতে ,
যেন এক আগন্তুক কর্ড
পিয়ানোর রিড থেকে লাফ দিয়ে
সমুদ্রের ফেণায় নেমে আসে ।
এসে দেখলে শহরের পুরো রাস্তায়
লাশকাটা ঘরের লাশের চোখের দৃষ্টি মত
শূণ্য আর খা খা
যদিও রাস্তাটা তোমার মত বাতাসে পাগল
আর ভীড়ের ভিড়ে চরম নিঃসংগ , পরম প্রেমে একা ।
আর ওরা সবাই ধূলোর ভয়ে
ঘুমন্ত শিশুর মুখে নোজ মাস্ক পরিয়ে
দেয়ালের আড়ালে লাইট নিভিয়ে
টিভির আলো জ্বেলে
কোন একটা নরম চেয়ার
বা ইট হয়ে বসে থাকে অপরের অন্ধকারে ।
যেন নিজের মুখ কে তারা মনেই করতে পারছে না কোনভাবে
নিজের মুখ দেখতে কেমন ভাবতে গেলেই
দেখে আয়নার ভেতর এক
পলেস্তারা খসে পড়া দেয়াল , মেকাপে মুক ঢাকা
আর নিজের হৃদয়ের নিঃশ্বাসের শব্দকে
দেয়ালের নিঃশ্বাসের শব্দ ভাবে ।।
তুমি যখন দেয়াল ভেঙ্গে
ভগ্নস্তুপ থেকে এক তিমি শিকারী হতে
চলে এসেছো এক সুর্য শাসিত দ্বীপে
আমিও যখন চলে এসেছি তোমার সাথে সাথে
যেমন দেহ আর ছায়া একসাথে হাঁটে ।
আর দেয়ালের পুরোন স্মৃতি মনে পড়তেই দেখি
প্রবালে জমে আছে হাজার বছরের নোঙ্গরা শ্যাওলা
দেখি সেখানেও ঠোকর দিচ্ছে কিছু লাল সমুদ্র মাছের শিশু
সবুজ আর নীল পানিতে জীবন কাটছে সাতার
এ যেন স্বর্গও ঈর্ষানিত হয় এমন এক অভাবিত দৃশ্য
ভাবছো দেখছো তুমি একা !!!!!!!!!! ???
না এটা তুমি শুধু একা দেখছো না
পেছনে ফেলে আসা শহরের , দেয়ালের আড়ালে
এমনকি নোজ মাস্ক পরে ঘুমিয়ে থাকা সেই শিশুটিও
তোমার সাথে দেখছে না ।
শুধু তোমার সাথে এই দৃশ্য দেখে আনন্দে নাচছে
পৃথিবীতে এখনো না জন্ম নেয়া সেইসব শিশুরা
যারা জন্ম নিতে দেরী হচ্ছে জেনে
তোমার দেয়াল ভাঙ্গার বীরগাথা শুরুর আগ পর্যন্তও যারা
রংধনুর বাকানো দোলনায় অজস্র রঙ এর মত ঘুমোচ্ছিল ।
যারা একদিন তোমার এই দ্বীপের একাকীত্বে
নিজেদের পাথর হয়ে যাওয়া মন দিয়ে
আর কোন অমর দেয়াল বানানোর কথা ভাববেও না
বরং নিজের রঙ দিয়ে তারা
বানাবে স্বৈরাচারী আকাশঘুরে
এক আত্মকেন্দ্রিক আত্মবিস্মৃতির
একনায়কের রংধনু সাম্রাজ্য
যখনি তুমি দেয়ালের সামনে হাতুড়িতে
তোমার হাতটা রাখলে
সেই রংধনু সাম্রাজ্যের শুরু হলো
ঠিক তখনি পৃথিবীতে শুরু হলো ঘড়িহীন অজস্র অসময়
যারা কলোনি গড়লো অজস্র সময়ের উর্বর দ্বীপে ,
যেন প্রেমিকার নগ্ন শরীর ঘেটে ,প্রেমিক শুধু তার দেহ নয়
হৃদয় হাতড়ে ফেরে ।
সেই প্রেম রেখে ,হৃদয়ের সেই গোপন
নীল হ্রদের শ্যাওলার চোখ ঢেকে রেখে
প্রেমিকাকে রেখে পৃথিবীর সমাজে ;খোলা শরীরে পিছে ;
পৃথিবীর যোনীর মত অরক্ষিত , অনাবৃত গতকালে
প্রেমের গান শিখতে বেরিয়েছি আমি আগামীকালের পথে
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=তুমি হয়ে উঠো প্রেমী=
ভালোবাসায় কৃপণ হতে যেয়ো না তুমি
তোমার জন্য জীবন হোক স্বপ্নীল
তুমি হও আমার নীল সমুদ্দুরের এলবেট্রস
ভুলগুলো ভালোবেসে করে দাও ফুল
ভালোবাসো আমায় নিশিদিন, হরদম।
তোমার জন্য একটি উদাস দুপুর অপেক্ষায়
আমায় নিয়ে বসো কোথাও
বসন্ত... ...বাকিটুকু পড়ুন
গতকাল বিকেল থেকে ট্রাম্পের জনপ্রিয়তা কমার শুরু করেছে।
গতকাল ট্রাম্পের শপথের অনুষ্ঠানে ২ লাখ মানুষকে আমন্ত্রণ করে টিকিট দেয়া হয়েছিলো; প্রচন্ড শীতের কারণে বাহিরে শপথ নেয়া সম্ভব হয়নি। পার্লামেন্ট ভবনের ভেতরে শপথ হয়েছিলো, সেখানে প্রাক্তন প্রেসিডেন্টগণ, বিচারপতিরা,... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।।ঢাকায় বৈষম্যবিরোধীদের দুই গ্রুপের সংঘর্ষ, ঢামেকে ছয়
রাজধানীর ডেমরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে মানববন্ধনের সময় দুটি পক্ষের হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ছয়... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে ?
বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে সর্বমহলে চলছে আলোচনা। জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ ও ছাত্রলীগকে... ...বাকিটুকু পড়ুন
সামু ব্লগ কি আবারও ধর্মবিদ্বেষ ছড়ানোর হাতিয়ারে পরিণত হইতেছে!
সামু ব্লগ কি আবারও ধর্মবিদ্বেষ ছড়ানোর হাতিয়ারে পরিণত হইতেছে!
ইহা, উহা, ইহার, উহার, ইহাকে, উহাকে - ইত্যাকার সাধু ভাষার শ্রুতিমধুর কিছু শব্দসম্ভারের প্রয়োগ কদাচিত আমাদের প্রিয়... ...বাকিটুকু পড়ুন