" মুক্তিযুদ্ধ - ১৯৭১ " ,
তুমি আমাদের মুক্তি চাওয়া সব নিঃশ্বাসকে
দীর্ঘশ্বাস বানিয়ে
এমন রথ দেখা আর কলা বেচা লোকেদের হাতে
আমাদের তুলে দিলে
যেখানে রথ হয়ে আছে শুধু ,
এক না শেষ হওয়া করুন মানববন্ধন ।
শুধু কলার মত আমাদের বেচে দেয়া হচ্ছে ,
নিজেদেরদের ছায়ার কাছে
ট্যাকে টাকা পাওয়া কলাওয়ালা ,
জানে সে কি পেয়েছে
আমরা পেয়েছি কলা খেয়ে ফেলে দেয়া
চোচার চক্রান্তে
চেতনার আছাড়
" মুক্তিযুদ্ধ - ১৯৭১ " ,
তুমি হলে কারো পকেটের গুহায় কুড়িয়ে পেয়ে
পকেটের আরো গোপন পকেটের সুড়ঙ্গে
লুকিয়ে রাখা আলাদীনের চেরাগ
আর আর আর আর আর আর আর আর আর !!!
আমাদের " মুক্তি" আবহমানের অশেষ ক্ষুধা হয়ে
আমাদের ফেলে রেখে চলে গেছে ,
চলে গেছে না দেয়া কথা রেখে
আর দেয়া অনেক অনেক কথা না ফলিয়ে
না ফলা কথা বলে
যেন ঘুমের দোষে স্বপ্নে হারিয়ে ফেলা
কোন ম্যাজিক কার্পেটের উপর
হারিয়ে ফেলা আরেক ম্যাজিক কার্পেট
এই সবকটা জানালা-দরজা বন্ধ ২০১২ এর
বিশাল লাশকাটা ঘরের মত হলরুমে
আমাদের রক্তের দামে কেনা টিকিটের কমিশন খেয়ে
ধীরে ভ্যানিশ হয়ে গেছে যাদুকর , আর মঞ্চের সেই শূন্যতায়
আরো বেশী বেশী টের পাওয়া যায় ,
রেসকোর্স ময়াদানের মরা ঘোড়াদের পচা মাংশে
মাছির মত গিজগিজ করা বাংলাদেশের
৭১ উলটে ১৭ কোটি পোকার কোলাহল
মানচিত্রের সব মান মাটিতে লুটিয়ে
মাটির সীমান্তে দাঁড়িয়ে থাকে বঙ্গোপসাগর
যেমন এক স্যানাটোরিয়ামে রোগীরে শিয়রে
ঘুমের ইনজেকশনের সিরিঞ্জ হাতে
দাঁড়িয়ে থাকে পৌড়া অনূড়া নার্স
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:০৯