মমতা বলেছে দুই বাংলা এক, সাংষ্কৃতিতে কোন ভেদাভেদ নেই, হ্যা ইংগিতটা বুঝতে হবে, প্রশ্ন হচ্ছে দুই বাংলা এক হলে সমস্যা কোথায়? ভারতীয় দালাল (ভাদা) দের পক্ষে বিষয়টি উপলোব্ধি করা সম্ভব নয়।
ভাদা ব্যাতীত বাংলাদেশের আপামর জনসাধারন মমতার এই ভয়ংকর মসকরা ধর্তব্যে নিয়েছে। দুই বাংলা এক, তবে তিস্তার পানি খাবে এক বাংলা আর অপর বাংলা শুকিয়ে মরুক। প্রেম শুধু মুখে আর ভাষাতে, অন্তরে গোখরা সাপের বিষ।
দুই বাংলা এক, তবে এক বাংলা অপর বাংলার সীমান্ত বাসীকে নির্বিচারে হত্যা করবে। মুখের ভাষায় প্রেম, তবে অন্তরে ঘাতক বুলেট।
দুই বাংলা এক, তবে এক বাংলার ধর্ষিত কিশোরী মৃত ফেলানী তারকাটায় ঝুলে থাকবে আর ওপর বাংলা দূর্গন্ধময় বোগল দাবাবে।
দুই বাংলা এক, তবে পূর্ব বাংলার টিভি চ্যানেল পশ্চিম বাংলার মানুষ দেখতে পারবে না। ফেন্সিডিল তৈরী করবে পশ্চিম বাংলা তবে তা দিয়ে ধ্বংস করা হবে পূর্ব বাংলার যুব সমাজ।
মমতার “দুই বাংলা এক” বক্তব্য হচ্ছে এ দেশের আপামোর জনসাধারণের জন্য ভয়ংকর এক প্রতারণামূলক প্রহসন। ওরা হারাম গো-চনাকে পবিত্র মনে করে এবং চরম তৃপ্তি নিয়ে তা পান করে, শিব লিংগ আরাধনা করে, গরুকে জাতীয় মা আর গান্ধীকে জাতির পিতা বলে। মানুষ ও গরুর সমন্বয়ে যে জাতি তাদের সাথে আমাদের মিল কোথায়?
ঐ জাতি আর বাংলার মুসলমানদের সংষ্কৃতি এক হয় কী করে? আর এ দেশের যে সকল মানুষ মমতার/মোদীর কথা বেদ বাক্যের মত ধারণা করে তারা হচ্ছে ভাদা, তারা মানষিকভাবে গো-চনা পানকারী/শিবলিংগ পুজারী। ইতোমধ্যে তাদেরকে ক্ষমতার ঢালপালাতে বিচরণ করতে দেখা যাচ্ছে। যেমন একজন প্রতিমন্ত্রী বক্তব্য দিয়েছেন, “ধীরে ধীরে আমরা একই রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি!” (Click This Link)
আফসোস এই জাতির ভবিষ্যত নিয়ে, তবে মীর জাফর কিংবা জামাত-শিবিরকে আমরা কেন গালি দেই? দালাল-দালালই, হোক সে পাকিস্তানের পক্ষে কিংবা ভারতের পক্ষে।
মহান আল্লাহ পাক এ দেশের ৯৮ভাগ মুসলমানকে সচেতনতা দান করুন। আমীন।।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ রাত ২:৪১