পারসোনা বিউটি পার্লারের সিসি ক্যামেরা কেলেঙ্কারির পর এবার গোপন ক্যামেরায় ধারণ করা অর্ধ শতাধিক স্থিরচিত্র জনপ্রিয় ওয়েব সাইট ফেসবুকে ছেড়ে দেয়ায় তোলপাড় চলছে। এই অপকর্মটির সঙ্গে জড়িত রয়েছে খোদ পারসোনা কর্তৃপক্ষ। প্রায় অর্ধ শতাধিক নারীর স্পা করার দৃশ্য শোভা পাচ্ছে ফেসবুকে। নারীদের স্পা করার চিত্র দেখে গত তিনদিনে ফেসবুকে প্রায় শতাধিক নারী-পুরুষ পারসোনাকে ধিক্কার দিয়েছেন।
এদিকে পারসোনার সিসি ক্যামেরা কেলেঙ্কারির ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট চূড়ান্ত হলেও গতকাল বুধবার তা দাখিল করা হয়নি। তদন্ত কমিটির প্রধান গুলশান ডিভিশনের অতিরিক্ত পুলিশ কমিশনার এডিসি নিজামুল হক মোল্লা জানান, তদন্ত কাজ শেষ পর্যায়ে। খুব শিগগিরই তা জমা দেওয়া হবে। পারসোনা বিউটি পার্লারের
গোপন ক্যামেরায় ধারণ করা স্পা দৃশ্যগুলো নারী গ্রাহকদের অজান্তে গোপন ক্যামেরায় তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন ফেসবুকে পারসোনার ওয়েব সাইটে পরিদর্শনকারী প্রায় শতাধিক নারী- পুরুষ।
ফেসবুকে পারসোনা সাইট পরিদর্শনকারী কুশল আহমেদ মন্তব্য করেছেন, দৃশ্যগুলো নারী গ্রাহকদের অজান্তে তুলে পারসোনা বস্নাকমেইল করেছেন। ফারহানা হালিম শান্তা মন্তব্য করেছেন ছিঃ, এটা কি করে করল পারসোনা। ওরা বিশ্বাস ঘাতক, ওদের বিচার করুন। নাসিম আনজুম সিয়ামের মন্তব্য যারা নারী হয়ে নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে তাদের জানাই ছিঃ ছিঃ ছিঃ। নিশাত খান সোমার মন্তব্য, এটা স্পা না জঘন্য কারবার। সেলিনা খান ছোটনের মন্তব্য আহ কি শান্তি। ফারজানা ইয়াসমিনের মন্তব্য রিলাক্স। শামামা সেহরিনের মন্তব্য জোশ ছবি। মনিকা শারমিনের মন্তব্য লাভলি। নাহিদা ইমরান নিশুর মন্তব্য স্পার দাম কত?
ফেসবুকে নারী গ্রাহকদের স্পার দৃশ্যগুলো পারসোনার দাবি করে কপিরাইট হিসেবে পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি পার্লার লিমিটেড উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে জানতে পারসোনার বনানী ও গুলশান শাখায় যোগাযোগ করা হয়। গুলশান শাখায় ফোন রিসিভকারী লাকী নামের জনৈকা নারী প্রথমে স্পা কি জানেন না এমন মন্তব্য করেন। পরে প্রতিষ্ঠানটির কর্ণধার কানিজ আলমাসকে চাওয়া হলে তিনি কিছুক্ষণ ফোন ধরে রেখে বলেন, ম্যাডাম চলে গেছেন। পরে বনানী শাখায় যোগাযোগ করা হলে সেখানকার ইনচার্জ পরিচয়দানকারী মিজানুর রহমান দৈনিক ডেসটিনিকে জানান, পারসোনা নারীদের একাধিক রকমের স্পা করা হয়। এরমধ্যে রয়েছে কয়েক ধরনের বডি (শরীর) ক্লিনিং, বডি ম্যাসাজ, বডি ফেসিয়াল ইত্যাদি। স্পার মূল্য কত জানতে চাইলে তিনি বলেন, ২৬০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত। বিষয়টা সার্ভিসের ওপর নির্ভর করে বলেও তিনি মন্তব্য করেন। শুক্র, শনি ও বৃহস্পতিবার_ এই তিনদিন পারসোনায় স্পা করা নারীদের ভিড় থাকে। এ সময় স্পা করতে সিরিয়াল পড়ে।
একাধিক বিউটি পার্লার বিশেষজ্ঞ দৈনিক ডেসটিনিকে জানান, স্পা আসলে টাকাওয়ালাদের সৌন্দর্যবর্ধনের নামে এক ধরনের ফূর্তি। এটা না হলেও যেমন চলে তবে বাড়তি কিছু। তবে বিউটিশিয়ানরা জানান, আসলে দেহমনের প্রশান্তি এনে দেওয়ার এক ধরনের থেরাপির নাম হচ্ছে স্পা। সাধারণভাবে বডি ম্যাসাজ নামে স্পা সমধিক পরিচিত।
শরীর ও মনের সুখের জন্য মহিলারা বিউটি পার্লারে স্পা করে। জানা গেছে, বিভিন্ন ধরনের স্পার রয়েছে বিউটি পার্লারে। এর মধ্যে বডি ম্যাসেজ, হেয়ার ম্যাসেজ, ফেইস ম্যাসেজ, নার্ভ, ব্রেন, জয়েন্ট ও ব্যাকপেইনের ম্যাসেজ। ইদানীং চিকিৎসার ক্ষেত্রেও স্পার ব্যবহার বাড়ছে বলে একাধিক লেজার চিকিৎসক দৈনিক ডেসটিনিকে জানিয়েছেন। এ সম্পর্কে পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাসের সেল ফোনে যোগাযোগ করা হলে তার পিএ পরিচয়দানকারী এক নারী জানিয়েছেন, ম্যাডাম এখন ব্যস্ত পরে কথা বলবেন।
এদিকে বিউটি পার্লার পারসোনার সিসি ক্যামেরা কেলেঙ্কারির ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রায় চূড়ান্ত হলেও তা জমা না দিয়ে ৩ দিন সময় বাড়িয়ে নিয়েছে। তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, শিগগিরই তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন। পূজার ব্যস্ততার কারণে তারা তদন্ত কাজ শেষ করতে পারেননি বলে সময় বাড়িয়ে নিয়েছেন। তদন্ত কমিটি পারসোনার স্বত্বাধিকারী কানিজ আলমাস খান, অভিযোগকারী নারী চিকিৎসক তার স্বামীসহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। তদন্তে পারসোনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনায় জব্দ করা হার্ডডিস্ক থেকে ধারণ করা ভিডিওর কিছু অংশ মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটি।পারসোনা বিউটি পার্লারের সিসি ক্যামেরা কেলেঙ্কারির পর এবার গোপন ক্যামেরায় ধারণ করা অর্ধ শতাধিক স্থিরচিত্র জনপ্রিয় ওয়েব সাইট ফেসবুকে ছেড়ে দেয়ায় তোলপাড় চলছে। এই অপকর্মটির সঙ্গে জড়িত রয়েছে খোদ পারসোনা কর্তৃপক্ষ। প্রায় অর্ধ শতাধিক নারীর স্পা করার দৃশ্য শোভা পাচ্ছে ফেসবুকে। নারীদের স্পা করার চিত্র দেখে গত তিনদিনে ফেসবুকে প্রায় শতাধিক নারী-পুরুষ পারসোনাকে ধিক্কার দিয়েছেন।
এদিকে পারসোনার সিসি ক্যামেরা কেলেঙ্কারির ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট চূড়ান্ত হলেও গতকাল বুধবার তা দাখিল করা হয়নি। তদন্ত কমিটির প্রধান গুলশান ডিভিশনের অতিরিক্ত পুলিশ কমিশনার এডিসি নিজামুল হক মোল্লা জানান, তদন্ত কাজ শেষ পর্যায়ে। খুব শিগগিরই তা জমা দেওয়া হবে। পারসোনা বিউটি পার্লারের
গোপন ক্যামেরায় ধারণ করা স্পা দৃশ্যগুলো নারী গ্রাহকদের অজান্তে গোপন ক্যামেরায় তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন ফেসবুকে পারসোনার ওয়েব সাইটে পরিদর্শনকারী প্রায় শতাধিক নারী- পুরুষ।
ফেসবুকে পারসোনা সাইট পরিদর্শনকারী কুশল আহমেদ মন্তব্য করেছেন, দৃশ্যগুলো নারী গ্রাহকদের অজান্তে তুলে পারসোনা বস্নাকমেইল করেছেন। ফারহানা হালিম শান্তা মন্তব্য করেছেন ছিঃ, এটা কি করে করল পারসোনা। ওরা বিশ্বাস ঘাতক, ওদের বিচার করুন। নাসিম আনজুম সিয়ামের মন্তব্য যারা নারী হয়ে নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে তাদের জানাই ছিঃ ছিঃ ছিঃ। নিশাত খান সোমার মন্তব্য, এটা স্পা না জঘন্য কারবার। সেলিনা খান ছোটনের মন্তব্য আহ কি শান্তি। ফারজানা ইয়াসমিনের মন্তব্য রিলাক্স। শামামা সেহরিনের মন্তব্য জোশ ছবি। মনিকা শারমিনের মন্তব্য লাভলি। নাহিদা ইমরান নিশুর মন্তব্য স্পার দাম কত?
ফেসবুকে নারী গ্রাহকদের স্পার দৃশ্যগুলো পারসোনার দাবি করে কপিরাইট হিসেবে পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি পার্লার লিমিটেড উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে জানতে পারসোনার বনানী ও গুলশান শাখায় যোগাযোগ করা হয়। গুলশান শাখায় ফোন রিসিভকারী লাকী নামের জনৈকা নারী প্রথমে স্পা কি জানেন না এমন মন্তব্য করেন। পরে প্রতিষ্ঠানটির কর্ণধার কানিজ আলমাসকে চাওয়া হলে তিনি কিছুক্ষণ ফোন ধরে রেখে বলেন, ম্যাডাম চলে গেছেন। পরে বনানী শাখায় যোগাযোগ করা হলে সেখানকার ইনচার্জ পরিচয়দানকারী মিজানুর রহমান দৈনিক ডেসটিনিকে জানান, পারসোনা নারীদের একাধিক রকমের স্পা করা হয়। এরমধ্যে রয়েছে কয়েক ধরনের বডি (শরীর) ক্লিনিং, বডি ম্যাসাজ, বডি ফেসিয়াল ইত্যাদি। স্পার মূল্য কত জানতে চাইলে তিনি বলেন, ২৬০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত। বিষয়টা সার্ভিসের ওপর নির্ভর করে বলেও তিনি মন্তব্য করেন। শুক্র, শনি ও বৃহস্পতিবার_ এই তিনদিন পারসোনায় স্পা করা নারীদের ভিড় থাকে। এ সময় স্পা করতে সিরিয়াল পড়ে।
একাধিক বিউটি পার্লার বিশেষজ্ঞ দৈনিক ডেসটিনিকে জানান, স্পা আসলে টাকাওয়ালাদের সৌন্দর্যবর্ধনের নামে এক ধরনের ফূর্তি। এটা না হলেও যেমন চলে তবে বাড়তি কিছু। তবে বিউটিশিয়ানরা জানান, আসলে দেহমনের প্রশান্তি এনে দেওয়ার এক ধরনের থেরাপির নাম হচ্ছে স্পা। সাধারণভাবে বডি ম্যাসাজ নামে স্পা সমধিক পরিচিত।
শরীর ও মনের সুখের জন্য মহিলারা বিউটি পার্লারে স্পা করে। জানা গেছে, বিভিন্ন ধরনের স্পার রয়েছে বিউটি পার্লারে। এর মধ্যে বডি ম্যাসেজ, হেয়ার ম্যাসেজ, ফেইস ম্যাসেজ, নার্ভ, ব্রেন, জয়েন্ট ও ব্যাকপেইনের ম্যাসেজ। ইদানীং চিকিৎসার ক্ষেত্রেও স্পার ব্যবহার বাড়ছে বলে একাধিক লেজার চিকিৎসক দৈনিক ডেসটিনিকে জানিয়েছেন। এ সম্পর্কে পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাসের সেল ফোনে যোগাযোগ করা হলে তার পিএ পরিচয়দানকারী এক নারী জানিয়েছেন, ম্যাডাম এখন ব্যস্ত পরে কথা বলবেন।
এদিকে বিউটি পার্লার পারসোনার সিসি ক্যামেরা কেলেঙ্কারির ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রায় চূড়ান্ত হলেও তা জমা না দিয়ে ৩ দিন সময় বাড়িয়ে নিয়েছে। তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, শিগগিরই তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন। পূজার ব্যস্ততার কারণে তারা তদন্ত কাজ শেষ করতে পারেননি বলে সময় বাড়িয়ে নিয়েছেন। তদন্ত কমিটি পারসোনার স্বত্বাধিকারী কানিজ আলমাস খান, অভিযোগকারী নারী চিকিৎসক তার স্বামীসহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। তদন্তে পারসোনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনায় জব্দ করা হার্ডডিস্ক থেকে ধারণ করা ভিডিওর কিছু অংশ মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটি।আমার ব্লগ মন ছাইলে গুরে আস্তে পারেনেখানে ক্লিক করুন
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন