যার কেউ নেই
সে তার নিজেরও থাকে না !
শুন্য থেকে মহাশুন্যে সন্ন্যাস যাপন
বিতল থেকে তলাতল অথবা রসাতলে
ডুবতে থাকা কিংবা ডুবে যাওয়া;
হাবুডুবু,যাতনার বুদবুদ খোঁজে প্রিয় পদচিহ্ন
মৃত শরীরের কংকালে ঝুলে থাকে ঝলসানো হৃদপিন্ড
ফোটা ফোটা সিঁদুর মেঘ পাঁজরে জমে
নীল থেকে সুনীল সমুদ্রের কাব্য হতে ।
সবাই তাকে দেখে, হয়ত হাপিত্যেস করে
কিন্তু সে কাউকেই দেখে না; কেননা
যার কেউ নেই
সে তার নিজেরও থাকে না!
অচেনা নগরীতে সে হারিয়ে যেতে থাকে
তার চারপাশে , নষ্ট নাকি গোলাপি -সবুজ ভালোবাসা
মরুবালু নাকি সোনালী ধানক্ষেত
তুষার মেঘ নাকি মুঠো মুঠো ভোরের রোদ
জোনাকির গান নাকি আবছা আলো আঁধারে মেঠো পথের কান্না;
এরা যেই থাকুক না কেনো
এতে তার কিছুই যায় আসে না ; কেননা
যার কেউ নেই
সে তার নিজেরও থাকে না!
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৭