শহীদুল ইসলাম প্রামানিক
ভাবছি বসে আকাশটাকে করবো নাকি জব্দ
মেঘের দিনে বিজলী চমকে কেন করে শব্দ?
রাতের কালে আকাশ জুড়ে কেন জ্বলে তারা
উল্কাবেগে হঠাৎ করে দৌড়ে পালায় কারা?
চাঁদের মাঝে চড়কা কাটে কোন কারণে বুড়ি
আলোক ছায়ার কবলাসী গাই কে করলরে চুরি?
দিনের বেলা সুর্য উঠে কোথায় পায়রে তাপ
হয় কেন রে ঝড়ের সময় নিম্নমুখী চাপ?
আকাশটাকে কাছে পেলেই খামছা দিয়ে ধরবো
অনেক কথা মাথায় আছে প্রশ্ন সে সব করবো।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৩