শহীদুল ইসলাম প্রামানিক
ধুমপানে শুকটান, আহা! কি যে মজা ভাই!
ভাত-মাছ যত খাই, এর চেয়ে মজা নাই।
যত চাই ভুলে যেতে ভুলতে যে পারিনা
দেখলেই নেশা ওঠে ছাড়তে চেয়ে ছাড়িনা।
টুকটাক কাজ-কার্মে যদি না পাই বুদ্ধি
দুই কল্কি তামাক খেলে মাথা হয় শুদ্ধি।
কাজ-কর্মের ফাঁকে ফাঁকে যদি করি ধুমপান
আরো কাজের গতি বাড়ে সাথে যদি গাই গান।
আষাঢ় মাসের বৃষ্টিতে-- ভিজা ধান কাটতে
হাত-পা কুঁকড়ে যায় পারিনাতো হাঁটতে
শীতে যদি দিতে পারি তামাকেতে শুকটান
সহসাই চাঙ্গা হয় কুঁকড়ে যাওয়া দেহ-প্রান।
‘ধুমপানে বিষপান’, ডাক্তারে বলে রে
তারপরেও কেন যেন ধুমপানেই মজা রে
ধুমপানে যমে টানে ঝুমে ঝুমে মরে ভাই
ওষুধ খেলেও মনে হয় বড় পথ্য বিড়িটাই।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪১