বইয়ের নাম ঃ প্রবাসে বাংলাদেশী গুণীজন
লেখক ঃ গিয়াস উদ্দিন লিটন
প্রকাশক ঃ দিব্যপ্রকাশ
প্রচ্ছদ ঃ ধ্রুব এষ
মূল্য ঃ ২৫০/-
কেউ জীবিকার সন্ধানে, কেউ জ্ঞান অর্জনের জন্য, কেউ ধর্মীয় কারণে, কেউ ভ্রমণের জন্য ইত্যাদি নানা কারণে বাংলাদেশী লোকজন বিদেশে যান। বিদেশ গিয়ে কেউ কেউ মাটির টানে দেশে ফেরেন আবার কেউ কেউ বিদেশেই থেকে যান। যারা বিদেশে থেকে গেছেন তাদের ভিতর অনেকেই নিজের মেধা যোগ্যতায় পৃথিবীর শীর্ষস্থানে পৌঁছে গেছেন। বিদেশের মাটিতে বাংলাদেশী লোকজন শীর্ষস্থান অলঙ্কৃত করলেও আমরা বাঙালীরা কিছুই জানি না বা মিডিয়াগুলোও এব্যাপারে কোন প্রকার প্রচার প্রসার করে না। এমন হাজারো বাংলাদেশী বা বাংলাদেশী বংশোদ্ভূত লোকজন আমাদের নজরের বাইরে রয়ে গেছে। যেমন নিউইয়র্ককে বলা হয় গগণবিদারী ভবনের নগরী। আর বিশ্বের গগণবিদারী ভবন নির্মাণে 'টিউবুলার ডিজাইনের' জনক বলা হয় এক প্রবাসী বাংলাদেশীকেই। নাম তাঁর ফজলুর রহমান।
অনেকেই জানেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা বাংলাদেশী বিজ্ঞানী নীনা আহমেদের কথা, জাতিসংঘের আমিরা হকের কথা, ইউটিউবের অন্যতম প্রতিষ্ঠাতা জাভেদ করিমের কথা, বিশ্বের প্রথম কৃত্রিম মানব ফুসফুসের উদ্ভাবক আংলাদেশী তরুণী জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পার কথা, বিশ্বের সেরা ৫০ বিজ্ঞানীর একজন ডঃ আনিসুর রহমানের কথা, বিশ্ব নন্দিত গাণিতিক, পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও অর্থনীতিবিদ ড. জামাল নজরুল ইসলামের কথা, যাঁর তিনটি গ্রন্থ কেমব্রিজ, অক্সফোর্ড, প্রিন্সটন, হার্বার্ডসহ বিশ্বের আরো অনেক সেরা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য, কৃত্রিম কিডনি আবিষ্কারক বাংলাদেশী বিজ্ঞানী ড. শুভ রায়ের কথা, অস্কার বিজয়ী প্রথম বাংলাদেশী নাশিত জামান, লাইট কিক বক্সিং-এ দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আব্দুল আলির কথা। এইসব বিশ্ববরেণ্য গুণী বাংলাদেশীদের গৌরবগাঁথা নিজ দেশে পাঠকদের সামনে উপস্থাপন করার সেই দায়বদ্ধতার কাজটিই আন্তরিক নিষ্ঠার সঙ্গে করেছেন আমাদের সুপরিচিত সবার প্রিয় লেখক এবং গুণী ব্লগার গিয়াস উদ্দিন লিটন।
বইটি পড়ে এত এত গুণীজন সম্পর্কে জানার পর বাঙালী হিসাবে গর্বে বুকটা ভরে যায়। বিদেশের মাটিতে বাংলাদেশী লোকজনের শীর্ষস্থানে উঠার সফলতা দেখে নিজের মনে যেমন উৎসাহ জাগে দেশের অন্যকেউ উৎসাহ দিতে মনের মধ্যে স্পৃহা জাগে। এমন একটি বই বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছানো দরকার। বইটি পড়ে এঁদের সম্পর্কে জানতে পারলে এদেশের মানুষ খুঁজে পেতো গর্ব করার উৎস, নতুন প্রজন্ম পেতো উৎসাহ আর জীবন গঠনের অনুপ্রেরণা।
বইটি পেতে হলে----
দিব্যপ্রকাশ
৩৮/ক বাংলাবাজার
ঢাকা-১১০০।
হট লাইন - ১৬২৯৭, মোবাইল - ০১৫১৯৫২১৯৭১ ।
অথবা সরাসরি লেখকের নাম্বারে এসএমএস করতে পারেন – ০১৯১৬৭৯২৭২৬ ।
অনলাইনে পেতে হলে - - -
www.rokomari.com/www.porua.com
অথবা
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:০২