শহীদুল ইসলাম প্রামানিক
ভোট চায় দোয়া চায়, এ কা’র ব্যাটারে?
বারবার ছালাম করে, এ কেমন ঠ্যাটারে?
এর আগে কখনো তো দেখিনি এ গাঁয়েতে?
গরীবের হাত ধরে হেঁটে বেড়ান পায়েতে।
করমুদ্দি’ক গিয়ে বলে, ’আয় ভাই জঙ্গলে,
কবর জিয়ারত করি তোর বাপের মঙ্গলে’।
‘কত ভাল ছিলেন তিনি, মনে ব্যাথা আহারে!
পা ধরে ছালাম করতাম, যদি পেতাম তাহারে’।
করমুদ্দি হেসে বলে, ’একি কথা বল্লেন ভাই’?
‘আমার বাপ হাটে গেছে, এখন তো মরে নাই!’
এই কথা শুনে নেতা পেল ভীষণ লজ্জা
চেহারা টা মলিন হলো, মলিন সাজ সজ্জা।
জোর করে হাসি হেসে বলে, ’ভুল করেছি,
কার বাপের চল্লিশা কবে যেন খেয়েছি’?
‘চাচাজান বাড়ী এলে মোর কথা বলিস ভাই,
তো’র বাড়ীর সব ভোট যেন এবার আমি পাই।’
’ভোট পেয়ে যদি আমি পাশ করি ইলেকশনে
রিলিফের গম দিব, যত লাগে মণে মণে।
ব্রীজ দিব, কালভার্ট দিব, দিব পাকা রাস্তা
আরো অনেক, অনেক দিব, যদি রাখিস আস্থা।’
এই কথা বলে নেতা, ধরলেন জড়িয়ে
চুপ করে টাকা দিলেন বুক পকেট ভড়িয়ে।
করমুদ্দি হেসে বলে, ’এটা কিন্তু ঠিক নয়,
জনগণের আস্থা এলে এমনিতেই হবে জয়।’
ইলেকশনে সুযোগ আছে অসৎদের রুধিবার
টাকা নিয়ে ভোট দিয়ে বেচে দিলেন অধিকার
নিজের বিবেক নিজে যদি বেচে দেই অবশেষে
ভাল নেতা নাহি পাবে কভু সুযোগ এই দেশে।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৬ দুপুর ১২:৫৬