এইভাবে আশ্বিনের রোদ শুয়ে থাকে রাস্তার উপরে
সকালের নিস্পৃহ নির্বিকার কমলা রঙ
পাল্টায় দ্বি-প্রাহরিক খরতাপে কিম্বা ম্রিয়মান বিকেলে
অথবা মোলায়েম সন্ধিক্ষণের গোধূলি বেলায়।
প্রকৃতির এইসব বিষয় আশয় ছেড়ে
আমাদের জীবনের যৌথ খামারে ঢুকে পড়ে
ব্যাকরণ, নিয়ম ও কানুনের পবিত্র গ্রন্থ হাতে
সম্পর্কের পোতাশ্রয়ে খুঁজে পেতে নিতে
কি সুখ অসুখ সব
সব ছাই দ্বন্দ্বমুখর
সমাজ সিদ্ধ ব্যাসবাক্যে জায়া ও পতি।