ব্লগে ২০০৬ থেকেই আছি - কিন্তু মাঝে বিভিন্ন কারণে নিয়মিত ছিলাম না। সাম্প্রতিক সময়ে আবার প্রায় প্রতিদিনই ব্লগে একবার দুবার ঢু মারছি। যাই হোক, মূল কথায় আসি।
ব্লগে আমার নামের কাছাকাছি পেলাম "মোসতাকিম রাহি" ভাইকে। আজ হঠাৎ দেখি- "আমাগো রাহী ভাই একলা নিঃসঙ্গ জীবনে বড়ই ত্যাক্ত হৈয়া পুষ্টাইছিলেন পাত্রী চাই বিবাহিততের এই পোষ্টে ঢুকা নিষেধ" - - হাঁ হয়ে গেলাম ! আজিব ! আমি আবার কবে এই পুস্ট পুস্টাইলাম!! "রাহী ভাই" এর লিংকে গেলাম। পুরা টাশকি খায়া গেলামরে ভাই ।
তার নাম - রাহী।
আমার নাম - রাহী।
তার জন্মস্থান - চট্টগ্রাম।
আমার জন্মস্থান - চট্টগ্রাম বিভাগ।
তার রক্তের গ্রু - এবি -
আমার রক্তের গ্রুপ - এবি +
তার বেড়ে উঠা - চট্টগ্রাম
আমার বেড়ে উঠা - চট্টগ্রাম + রংপুর
তিনিও দেশের বাইরে
আমিও দেশের বাইরে -
তিনি বন্ধুদের সাথে মিলে মূর্ছনা.কম তৈরী করেছেন।
আমি "কবিতা ভূবন" নামে এক-দশমাংশ সাইট করে ফেলে রেখেছি। পরে আর কাজটা শেষ করা হয়নি।
মনে হচ্ছে বাংলা সিনামা -আমার হারিয়ে যাওয়া ভাই হইতে পারে । ও ভাই কি কি গান পারেন বলেন - একটা গান কমন থাকার কথা সিনেমার মতো.. যার অর্ধেকটা আপনি পারবেন - বাকীটা আমি. . .