আজ রাত ১০টার দিকে এক বড় আপু ফোন করে বলল কেমন আছি?
বললাম ভালো।
তো তাকে বললাম কেমন আছে সে ?
সে বলল ভালো না।
কেন?
আমার প্রশ্ন শুনে সে বলল তুমি কিছু জাননা?
সে বলল রিপা (খালাত বোন) আত্নহত্যা করেছে।
আমি কথা টা শুনে বিশ্বাস করতে পারিনি।কারন সে আমার ছোট বোন এর সমান,এবার ভতি পরীক্ষা দিল ভাসিটিতে ।আপুকে বললাম কিভাবে হল? তাতে আপু যা বলল তা শুনে আমি ভাবলাম মানুষ কি না পারে।এবার আসল কাহীনি টা বলি।রিপার বাবা মারা যাবার সময় ওদের বাড়ীটা ওর নামে দিযে যায়।ওর বয়স ১৮ হলে সে বাড়ীর মালিক হবে ।বাড়ীর পরিমান খুব বেশীনা মনে হয় ৩/৪ শতক।আর ক দিন পার হলে সে ১৮ তে পা দেবে।পরীক্ষা শেষ হযে যাওযায় সে বাড়িতে ছিল।ওর মা কি কাজে ঢাকা আসে।নরপিশাচরা এ দিনটিকে বেছে নেয়।তারা (ধরা হচ্ছে ওর আত্নীয়রা এ কাজটি করে)ওর মায়ের শেষ ভরসা তার কলিজার টুকরাটিকে হত্যা করে চালিয়ে দেয় সে আত্নহত্যা করেছে।জানিনা সে আত্নহত্যা করাছে নাকি তাকে হত্যা করা হয়েছে।কিন্তু আমার প্রশ্ন ওর মা যে মানুষটি বুকের সমস্থ ভালোবাসা দিয়ে ,তার সকল স্বাদ আল্লাদকে বিসজন দিয়ে ,মাথার ঘাম পায়ে ফেলে যাকে এত বড় করল স মানুষটি এখন কি নিয়ে বাচবে?তার যে এ জগতে আর কেউ রইল না।যারা তাকে হত্যা করেছে তারা কি একবারও চিন্তাকরেছে তার মেয়েকে যদি কেউ এ ভাবে হত্যা করে।এখটা মায়ের বুক খালি করে তরা কি আনন্দ পেল বা তাদের কতটুকু লাভ হযেছে তারাই ভাল জানেন।আমি শুধু এটুকু বুঝি আরও একজন মা আজ থেকে চিখের পানি ফেলবে তার সন্তান এর জন্য,আর একটি মায়ের আহাজারি শুনবে এ বিশ্ব।আরও কতডিন এভাবে মায়েদের বুক খালি হবে?