আজ সামু ব্লগে আমি সেফ স্টাটাস পেলাম। একটি নোটিশও পেয়েছি; যাতে বলা হয়েছেঃ
আপনাকে ফ্রন্টপেইজ একসেস দেওয়া হয়েছে।
যা হোক তিন দিনের কথা থাকলেও তিন সপ্তাহ চার দিন উত্তম রুপে পুড়াবার পরে আজ আমি সেফ হলাম। আজ থেকে আমার সকল ছাইপাস লেখা সামুর প্রথম পাতায় দেখা যাবে! ভাবা যায়!
সামুর প্রথম পাতায় আমার প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য সামুর মডারেটর প্যানেলের সকল মডারেটর, পাঠক, লেখক, কবি, সাহিত্যিক সবাইকে ধন্যবাদ।
আমার ব্লগে আপনাদের সবাইকে নিমন্ত্রণ!
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৫৬