নারী-পুরুষের যৌন ভাবনা নিয়ে সমাজবিজ্ঞানীদের ভাবনা-চিন্তার যেন শেষ নেই। সেক্স সময়কালে পুরুষ কিভাবে তা নিয়ে ইতোমধ্যে যেমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তেমনি এখন আবার নারীরা তাঁদের সঙ্গীর সাথে মিলনের সময় কি চিন্তায় মশগুলল থাকে সমাজবিজ্ঞানীরা তাও ছপিয়েছে। আর নারীরা কি ভাবে তা নিয়ে পাঠকদের ইদ্দেশ্যে আজকের লেখা।
নারী বিষয়ে হলিউডের এক প্রাক্তন অভিজ্ঞ খেলোয়াড় জানান, সঙ্গীর সাথে মিলনের সময় নারীরা তাঁদের পুরোনো প্রেমিক, নীল ছবি, এমনকি মুদি দোকানে এসব নিয়েই বেশঅ ভাবেন। মিলনের মুহুর্ত নিয়ে ভাবতে অত বেশী আগ্রহী নয় মেয়েরা। পুরুষ সঙ্গীর সাথে বিছানায় শূয়ে শুয়ে দোকানে কি কিনতে যেতে হবে, কি জুতে পরলে আরও আকর্ষনীয়া লাগবে, বেশিরভাগ ক্ষেত্রে এমন ভাবনায় মশগুল থাকতে পছন্দ করেন তাঁরা।
মিলন শেষে ‘কি-করতে হবে’- জাতীয় ভাবনার ব্যস্ত লিস্ট তৈরী করেন নারীরা।অপরদিকে আরও কিছু নারী জানিয়েছেন সত্যিই বিছানায় থাকাকালীন কিভবেন তাঁরা।অবিবাহিতা ভারতীয় কমেডিয়ান সাজিয়া মির্জা (৩৪) উল্লেখ করেন তাঁর বান্ধবীরা পুরুষদের সাথে ডেটিংকালে কেবলই ‘কি-করতে হবে’ জাতীয় একটি তালিকা বা লিষ্ট তৈরী করে। যেমন, ডেটিং শেষে বিছানার কাপড় ধুতে হবে প্রথমেই।
তারপর তাদের ভাবনা একটি সুন্দর দামী পারফিউম কিনতে হবে এবং সবশেষে রঙিন জুতোর দোকানে একটা ঢুঁ মেরে যেতে হবেই। এছাড়াও নারীরা গোপনে মনের মানুষটিকে নিয়ে ভাবেন। সাজিয়ার উদ্ধৃতি দিয়ে সান প্রত্রিকা জানায়, তাঁর যে বান্ধবীটি সত্যিই স্বামীপ্রবরকে ভালবাসত, যৌনমিলনকালে সে হলিউডের সেক্সিসিম্বল নায়কদের নিয়ে ভাবত। মিলনের মুহুর্ত নিয়ে তাঁর কোন মাথাব্যাথা থাকত না।
মধ্যবয়েসী নারী কেথি লেইট (৫১) জানান, দু’দুবার আমি বিয়ে করি। এছাড়াও অনেক বয়ফ্রেন্ড নামক লাভার ছিল আমার। আর সত্যি বলতে কি, অতীত বয়ফ্রেন্ড লাভার নিয়ে বেশ সুখী ছিলাম আমি। কিন্তু সেক্সের সময়কালে আসলে আমিও মুদি দোকানের কেনাকাটা এবং ব্যক্তিগত ওয়ার্ডরোবে রুক্ষিত আমার ৮২ জোড়া জুতোর ভাবনা মাথায় ঘুরত।এছাড়া অনেক গৃহীনী স্বীকার করেছেন সঙ্গী পুরুষটির পেশীবহুল শরীর নিয়ে ভাবতে মোটেই ভাল লাগেনা।
৩৩ বছর বয়স্ক সারাহ মিলিকান সম্পর্কের ব্যপারে বলেন, সিনেমা ছেড়ে কখনই আমি বের হইনি। মিলনকালেও আমি এটা থেকে বেরিয়ে আসতে পারিনা। সবসময়েই ভাবি এরচেয়েও ভাল কিছু হবে- জানান তিনি।

আলোচিত ব্লগ
=চলে যায় নিরবে মাহে রমজান=
কী শান্ত ধীর পায়ে হেঁটে রহমতের মাস চলে যায় ঐ,
যায় চলে রমজান দিয়ে ঈদ আনন্দ হইচই,
দীর্ঘশ্বাসের লহর বুকে
তারে কাছে রাখতে, দাঁড়াতে পারবো না রুখে।
সে যায় আপন মহিমায়, সে... ...বাকিটুকু পড়ুন
Deep State : সরকারের ভিতর সরকার ?
বিশ্ব রাজনীতিতে "ডিপ স্টেট" শব্দটা যেন এক অদৃশ্য ভূতের মতো। সবাই এর অস্তিত্ব নিয়ে সন্দেহ করে, কিন্তু কেউই প্রমাণ হাতে পায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ট্রাম্পের সময় থেকে এই শব্দটা... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। সাময়িক মৃত্যু
লখনউয়ের হাসপাতাল মিরাকেল করলো! কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটির চিকিৎসকরা ৬ মিনিটের জন্য রোগীকে মৃত করে অপারেশন, অসম্ভবকে সম্ভব করলেন!
১ বছর আগে হৃদযন্ত্রের ২টি ভালভ বদল করা হয়েছিল... ...বাকিটুকু পড়ুন
বাপ মা যা বলেন, সন্তানের মঙ্গলের জন্যেই বলেন।
একদেশে ছিলো এক মেয়ে। মেয়েটি ছিলো ভালো। কিন্তু ওর পিতা মাতা তাকে বিভিন্ন খারাপ কাজে বাধা দিতেন। খারাপ লোকদের সাথে যেন... ...বাকিটুকু পড়ুন
নামাজের দায়ভার!
'নামাজ' - শব্দটা আমার মত বেশ কিছু মানুষের জন্য বেশ বিব্রতকর। কারন একজন মুসলিম হিসাবে দৈনিক পাঁচ রাকাত নামাজ পড়ার যে বাধ্যবাধকতা রয়েছে তা অনেক সময় আমরা পালন করতে পারি... ...বাকিটুকু পড়ুন