তোমার নাভির গন্ধে গাছে গাছে ফুটলো বকুল—
না, কোনও বসন্ত-শীত-বর্ষাঋতুর স্বপ্ন নয়,
বিনয়ের চিহ্নায়ন ভুল নয়;
দেহে যদি বাসনা ও সাধ জন্ম নেয়
বকুল তো যে কোনও মুহূর্তে ফুটতে পারে!
কামনা শব্দটি আজ সবুজে সবুজে ঢাকা থাক—
এসো, এই টাটকা গন্ধে কম্বল বানিয়ে,
যৌথজ্বরে শুয়ে থাকি, কম্পমান থাকি—
চূড়ান্ত ঢলের আগে, মধুবাঘ, আজও শুধু সন্ধান সন্ধান—
সন্ধি খুঁজি; এ প্রকারে, সর্বত্রেই, তোমার কস্তুরি করি পান;
শয্যাকম্প ভয়ানক আতঙ্ক ছড়িয়ে দিক, জ্বর ছুটে যাক;
দুজনেরই বীর্য থেকে মাদকতা, ছড়াক সুবাস!
●
২০ আষাঢ় ১৪২৩ বঙ্গাব্দ, ৪ জুলাই ২০১৬ খিষ্টাব্দ
মল্লিকহাটি, নাটোর-৬৪০০
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ২:৪৭