রক্তের মধ্যে
মরিচার দাগ হয়ে বসে যাচ্ছে দিনগুলো__
আমরা তোমাকে ভুলিনি, সুনীল মুণ্ডা!
শৈশব পেরোতে না পেরোতেই, সুদিনগুলো
গণিতের কাল্পনিক সংখ্যার মধ্যে ঢুকে পড়লো,
সত্যগুলো ঢুকে পড়লো অবাস্তব ও মিথ্যার ভাঁজে ভাঁজে
আর বানোয়াট গল্পের ভেতরেই বাস্তব হয়ে উঠলো
আমাদের জীবন;
মাঠের এক পাশে জবাই-করা মোষ
আর অন্য পাশে অনেকগুলো সমুদ্র পেরিয়ে আসা
বৃদ্ধ জাহাজ__ দুজনেই কাত হয়ে আছে
নানারূপ যন্ত্র হাতে দ্বিবিধ কসাই
তাদের দেহ থেকে খুলে নিচ্ছে চামড়া, মাংস, হাড়;
আমরা তোমাকে ভুলিনি, সুনীল মুণ্ডা!
আসমানের দিকে ছুটে যাওয়া একটা তীর
বহুদূর মহাশূন্যে একের পর এক এঁকে দিচ্ছে
গতিশীল ও ঘূর্ণায়মান আলোর বৃত্ত__
নতুন একটা কসমোলজির আশায়, বিস্মৃতির
কম্বল থেকে মাথা বের করে উঁকি দিচ্ছে
অামাদেরই পুরাতন মন
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮