একেকবার দিন আনতে
কত কত দিন যে চলে যায় অামাদের!
এখন প্রায় নিশ্চিত বলা যায়, আরও বহুদিন, এভাবেই, পড়ে পড়ে মার খেতে হবে__
মাথার ওপরে মেঘকালো অশ্বদল উড়তে উড়তে অট্টহাসি শুনিয়ে যাবে
উড়ুক্কু বাইন মাছেরা হিসু ছিটাবে আমাদের মুখে ও মাথায়
শেষে, দুয়েকটা হাড়-হাড্ডি যদি অখণ্ড থেকে যায়
তাতেই ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা
ভণ্ডুল হবে বারবার
তবু উঁকি মেরে দেখবো: দিন এলো কি-না;
একেকবার দিন আনতে
কত কত লাঞ্ছনার বুলডোজার যে চলে যায় শিরদাঁড়া বেয়ে!
অথচ
এক লহমায় তুমি ভণ্ডুল করে দাও সাধনসাধ্য দিনগুলোকে!
তোমার প্রণয়যূপকাষ্ঠে গলা রেখে, দেখো,
কত নিশ্চিন্তে কাব্যশায়ী হয়েছি!
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১