চাঁদ
আবু সাঈদ ওবায়দুল্লাহ
কতো দূরে থাকে নাইবা জানলাম
হাত বাড়িয়ে গাঢ় নিলে দূরে আর লাগে না
শুধু আগুন থেকে গানে
একটি ডানা থেকে আর একটি ডানায়
তাদের শরীরই দেখলাম। চাঁদেরা।
দেখে দেখে আমার ঝিম ঝিমলা
চিৎ শোয়া শীতের গরিমায়।
লুকানোর হামলা কখন আসে কে জানে!
মাকির্নী পতাকার বাজখাঁই ভুলে
দূর ছেড়ে বাহ! বনপরী আলো
মা তাঁত বুনছে ঘরে উড়ছে বোন মুনিয়ার খিল খিল।
বুকের কাছে রাত ফলে-
তার ছায়া নিয়ে একা শিকারি বাদশাহ
জড়াজড়ি করে শুয়ে থাকি বাহু ও বিপ্লবে।
তোমার গোপন থেকে এই জন্মহ্রদ
এই কোকিল কাকাতুয়া-
তুলে ধরছে ঘরে ফেরার ভুগোল।
আশা গলে পড়ছে ভাষা জাগছে চাঁদের সমান
গলে গলে পড়ছে যে লিপি তার রেখাজুড়ে
রাতের এই ছুটি।
তুমি স্পর্শ পাও শোনো
আমাদের বাড়ি ফোটে অই প্রতিবেশীর আয়নায়।
১০/০১/১১