গায় ধুনুরি
আবু সাঈদ ওবায়দুল্লাহ
১
তোমাদের জানালা ঘিরে জেগে আছে কিছু কিছু রোদ
আমি ছোঁবো কি ছোঁবো না এই স্বপ্নবোধ
আমাকে নিয়ে যায় আমাকে ঘোরায় কোন কোন পথে
তোমাদের জানালায় জেগে থাকা তোমার মতো রোদ।
অন্ধকারে আমরা দাঁড়িয়ে রয়েছি
ক্ষণে ক্ষণে আলোর ইশারা গুণছি
যদি দরোজা খুলে যায় - যদি পাহাড় পড়ে যায়
তবে আমরা দেখি তোমাদের জানালার রোদ।
তোমাদের উঠোনে পাখি আর জলের সঙ্গীত
জোৎস্নাছোঁয়া শীত রাতে - বর্ষার গীত
আমরা অপেক্ষায় - কবে ডাকে আগুনের ভাষা
তোমাদের জানালা ঘিরে হেঁটে বেড়ায় কিছু কিছু আশা।
১৪/০৩/২০০৯
২
পথে পথে গান করি পিচ আর পাথরে
গানের ভেতর নদী জাগে সকালে আর বিকালে
তুমি যতোই দূরে থাকো, বাসা বাঁধো অচেনা দেশে
আমি ঠিকানা চেনে নেবো অচেনা আঁধারে।
সব কিছুই শেষ হয় সব কিছুই ফিরে ফিরে আসে
এ পথেরও শেষ আছে কোথাও কোন নগরীতে
তোমাকে পাওয়ার আশা বেঁচে থাকে জল আর বাতাসে
মাটি মাটি ঘাস হবো তুমি আমি ভালোবেসে।
পথে পথে গান করি জল আর আগুনে
গানের ভেতর মহারাস্তা তুমি আমি সেখানে
আমাদের চোখ ভরা আলো বুক ভরা আশা
দুরে যায় দূরাশা মানুষের ছলনা-ভাষা।
১৬/০৩/২০০৯
৩
তুমি কোথায় আছো কোথায় থাকো কিছুই জানি না
মনের ভেতর প্রশ্ননদী কিছুই মানে না
সদা সাপে কাটে ইস্কুল ঘরের আলো
আমি জানি জানি না কোনটা মন্দ কোনটা ভালো
তুমি এসে লিখে দাও আমার ঠিকানা
তুমি কোথায় আছো কোথায় থাকো কিছুই জানি না।
জন্মকালেই দণ্ড দিলা কাগজে কলমে
আমি ভুলে যাই সেই কথা মিথ্যা খেলার ছলে
শুধু রূপে রসে মাতাল থাকি
কাকে দেখি কাকে ডাকি
আমার সব সাধনা কাটা গেলো মরণ জাঁতাকলে।
তুমি কোথায় আছো কোথায় থাকো কিছুই জানি না
মনের ভেতর প্রশ্ননদী কিছুই মানে না।
২০/০১/০৯
৪
তুমি সপ্নেও হওনা আপন
আমি অপেক্ষায় অপেক্ষায় মরে যাই কখন (২)।
শত চোখ জ্বেলে রেখেছি মরুপথে
আলো জ্বেলে ধরেছি ঘরে
তুমি এসে পা রাখবে কখন।
তুমি সপ্নেও হওনা আপন
আমি অপোয় অপোয় মরে যাই কখন।
এ জীবন চলে যায় আর এক জীবনে
শহর থেকে আর এক শহরে
তুমি কোথায় খোলা রেখেছো দরোজা
কে এসে ফুল দিয়ে যায় গোপনে।
তুমি সপ্নেও হওনা আপন
আমি অপেক্ষায় অপেক্ষায় মরে যাই কখন (২)।
২০/০৬/২০০৯
৫
তুমি আমায় প্রকাশ করে দাও
আমি অন্ধকারে পুষ্পাধারে গুপ্ত হয়ে আছি
তুমি আমায় আকাশ করে দাও।
আমি ডানা মেলে সবুজনীলে ডুবে যেতে চাই
তুমি বন্ধু করো না করো আমার দরকার নাই।
অন্ধকারে ঘুমঘোরে কে ফোটালো আমায়
জীবনগ্রহে ভাগ্যলিপি কে লিখলো আমার
আমি অষ্টপ্রহর রাস্তা খুঁজে যাই
তোমার কাছে কি কোনো দিকযন্ত্র নাই?
আমি না জন্মাইতেই আসামী হইলাম
পথের খোঁজ না পাইয়া সারা জীবন কাটাইলাম
আমার সুখচিন্তা নষ্ট হইল বিধান না জানাতে
তোমার কাছে কি কোনো শরণ নাই?
২৫/০৬/২০০৯