দুই তিন সপ্তাহ হইল নতুন একটা গেজেট হাতে পাইছি।


এছাড়াও আছে কল হ্যান্ডেলিং, ম্যাসেজ রিডিং, ওয়েদার অ্যাপ, জিপিএস স্পোর্ট্স অ্যাপ, মোবাইলের সাথে সিংক্ড ক্যালেন্ডার, ফেবু, টুইটার এইরকম বহু অ্যাপ, আর যেহেতু এন্ডরয়েড অ্যাপ তাই রোজই আরো নতুন নতুন অ্যাপ আসছেই। আপনার কাজ শুধু অ্যাপ ডাউনলোড করা আর ইন্সটল করা আর আপনার ঘড়ি সেই কাজের জন্যই রেডি। আর হ্যা সব এপগুলো কিন্তু ইন্সটল হবে আপনার মোবাইলে সুতরাং স্পেস নিয়ে টেনশন নাই। আরএর ব্লুটুথ টাও যথেষ্ট ভাল। অপারেশন টাইম ডিলে খুবই কম বেশিরভাগ সময় ডিলে ধরতেই পারবেন না। ২.২ বা এর পরের এন্ডরয়েড ভার্শন সাপর্ট করে এই ডিভাইসটি।
এইবার বলি হার্ডওয়ার সম্পর্কে। দেখতে এটি যথেষ্ট স্টাইলিস। চাইলে আলাদা বেল্ট লাগিয়ে নেওয়ার অপশন ও আছে। তবে সাথে দেওয়া বেল্ট টাও অনেক হাই কোয়ালিটির রাবার দিয়ে তৈরী। যেহেতু সবকিছু কাস্টমাইজেবল তাই এনালগ এবং ডিজিটাল দুই ফর্মেটেই সময় দেখায়। যার যেমন পছন্দ সেট করে নেওয়া যায়। ফুচার্জ দিলে চার পাঁচ দিন চলেযায়। তবে চার্জ দিতেহয় ইউএসবি থেকে। তবে চার্জারের কানেক্টর টা পছন্দ হয়নাই আমার। একটু নড়লেই ডিস্কানেক্ট হয়ে যায়।



এখন কথা হচ্ছে কেনা উচিত কিনা। যদি আপনার একটা এন্ডরয়ের মোবাইল থাকে এবং অপনি যদি পকেটে থাকা মোবাইল বের করতে অনেক আইলসেমি বোধ করেন (আমার মত


আরো বিস্তারিত পাবেন এখানে নিচে অফিশিয়াল এড টাও দিলাম
যাই হোক সবাই ভাল থাকবেন

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২২