দুই তিন সপ্তাহ হইল নতুন একটা গেজেট হাতে পাইছি। সনি স্মার্ট ওয়াচ। জিনিষ টা খারাপ না। হ্যা এইটা একটা ঘড়ি। তবে এক্সট্রা কিছু সুবিধা আছে ঘড়িটার। কারন এইটার মধ্যে পুরা একটা অপারেটিং সিস্টেম লোড করা আছে আর তা হইল হাল আমলের এন্ডরয়ের ওএস এবং পুরা স্ক্রিন টা টাচ। তো লাভ? লাভ হইল ঘরিটা আপ্নার যদি একটা এন্ডরয়েড মোবাইল থাকে তাহলে তার সাথে সহযেই ব্লুটুথে কানেক্ট করেফেলতে পারবেন। এইবার ঘড়িটার জন্য বিভিন্ন অ্যপলিকেশন পাওয়া যায় এন্ডরয়েড মার্কেটে যেগুলো ইন্সটল দিয়ে শুধু টাইম দেখা ছাড়াও অনেক কাজ করা সম্ভব। যেমন আপনার ফোন পকেটে আছে হেডফোন লাগায় গান শুনতেছেন গান চেন্জকরবেন ঘড়ির মিউজিক এপটা ওপেন করেন তারপর গান চেন্জ করেন, ভলিউম বারান কমান, প্লে পজ, করেন আপনার ইচ্ছা। নতুন ম্যাসেজ আসছে কিন্তু মোবাইল পকেটে বের করতে ইচ্ছা করছে না সমস্যা নেই ম্যাসেজিং এপ দিয়ে ঘড়িতেই পড়ে ফেলতে পারবেন ম্যাসেজটি। এমন কি প্রিডিফাইন্ড রিপ্লাই বা কল ব্যাক ও করতে পারবেন যাস্ট টাচ করেই। যার অর্থ এইটা একটা ঘড়ি হলেও আপনার মোবাইলের রিমট কন্ট্রল হিসাবে কাজ করবে।
এছাড়াও আছে কল হ্যান্ডেলিং, ম্যাসেজ রিডিং, ওয়েদার অ্যাপ, জিপিএস স্পোর্ট্স অ্যাপ, মোবাইলের সাথে সিংক্ড ক্যালেন্ডার, ফেবু, টুইটার এইরকম বহু অ্যাপ, আর যেহেতু এন্ডরয়েড অ্যাপ তাই রোজই আরো নতুন নতুন অ্যাপ আসছেই। আপনার কাজ শুধু অ্যাপ ডাউনলোড করা আর ইন্সটল করা আর আপনার ঘড়ি সেই কাজের জন্যই রেডি। আর হ্যা সব এপগুলো কিন্তু ইন্সটল হবে আপনার মোবাইলে সুতরাং স্পেস নিয়ে টেনশন নাই। আরএর ব্লুটুথ টাও যথেষ্ট ভাল। অপারেশন টাইম ডিলে খুবই কম বেশিরভাগ সময় ডিলে ধরতেই পারবেন না। ২.২ বা এর পরের এন্ডরয়েড ভার্শন সাপর্ট করে এই ডিভাইসটি।
এইবার বলি হার্ডওয়ার সম্পর্কে। দেখতে এটি যথেষ্ট স্টাইলিস। চাইলে আলাদা বেল্ট লাগিয়ে নেওয়ার অপশন ও আছে। তবে সাথে দেওয়া বেল্ট টাও অনেক হাই কোয়ালিটির রাবার দিয়ে তৈরী। যেহেতু সবকিছু কাস্টমাইজেবল তাই এনালগ এবং ডিজিটাল দুই ফর্মেটেই সময় দেখায়। যার যেমন পছন্দ সেট করে নেওয়া যায়। ফুচার্জ দিলে চার পাঁচ দিন চলেযায়। তবে চার্জ দিতেহয় ইউএসবি থেকে। তবে চার্জারের কানেক্টর টা পছন্দ হয়নাই আমার। একটু নড়লেই ডিস্কানেক্ট হয়ে যায়। এইটা স্ক্রাস প্রুফ (যদিও টেস্ট করে দেখি নাই ) এবং ওয়াটার প্রুফ (একদিন বৃষ্টিতে ভিজছিলাম ঘড়ি সহ কিছু হয়নাই )
এখন কথা হচ্ছে কেনা উচিত কিনা। যদি আপনার একটা এন্ডরয়ের মোবাইল থাকে এবং অপনি যদি পকেটে থাকা মোবাইল বের করতে অনেক আইলসেমি বোধ করেন (আমার মত ) তাহলে এইটা ভাল কাজে দিবে। সাথে দামি একটা স্টাইলিস হাইটেক ঘড়ি হাতে থাকলে ভাবটাও বাড়ে। ও এইটার দাম পড়বে $১৫০ মানে টাকায় প্রায় ১২০০০/১৩০০০ মত। এই টাকায় ঘড়ি + মোবাইলের ব্লুটুথ রিমট আসলেই কিনতে চান কিনা এইটাও দেখতে হবে।
আরো বিস্তারিত পাবেন এখানে নিচে অফিশিয়াল এড টাও দিলাম
যাই হোক সবাই ভাল থাকবেন
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২২