আমি চাই হতে সর্বহারা,পুরোপুরি রিক্ত।
আমি চাই এক অদ্ভুত সবুজাভ নীল আলো,
আমি চাই তুই আমাকে বাসিস ভালো।
আমি চাই একটা নির্জন দুপুর, এলোমেলো ভোর,
আমি চাই সবকিছু যা আছে তোর।
আমি চাই একটা বিশাল দ্বীপ, সাথে বালুময় তীর-
আমি চাই একটা ক্ষুদ্র কিন্তু শান্তির নীড়।
আমি চাই আকাশের বুকে সাদা মেঘের মারামারি,
আমি চাই নীলের বুকে সাদা বকের উড়াউড়ি।
আমি চাই জীবনের চাপে নুয়ে পড়া মানুষের সান্নিধ্য,
আমি চাই তাকে করতে উজ্জ্বীবিত।
আমি চাই সমরে ভেঙে পড়া মানুষের ঘুরে দাড়ানো-
তবে-
আমি চাই না কোন মন যেটা দুমড়ানো মুচড়ানো।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬