বিদ্রোহী
তুমি কুথায়?

বিশ্বের মানুষ আজ ছন্দবদ্ধ তালে
চা খায় একসাথে।

লাউয়ের প্যাঁচানো ডগা আজ তালগাছের মাথায়
ভেউ ভেউ করে কাঁদে।


বর্ণবাদ!রেসিজম!!


রাস্তার পিচের উপর আজ
কাঁঠালের বিঁচি পড়ে থাকে।

কেনু? কেনু? কেনু? কেনু?




এদিকে তুমি খাও বার্গার আর জুস


ওদিকে সামন্ততান্ত্রিক জটিলতার মুক্তবাজারে মানবতা কাঁদে।


আমাকে একমুঠো আলো দাও

একফোঁটা করে খাইয়ে দেবো পৃথিবীর সব নবজাতককে।


ধোঁয়া ওঠা ভাত,সকালবেলার কাক,
দ্রব্যমুল্যের স্ফীতি
নিচ্ছে নতুন বাঁক।
এখনও ঘুমাচ্ছে? :-< ওরে ওকে ডাক।
ওরে ওকে ডাক
ওরে ওকে ডাক
ওরে ওকে ডাক
ওরে ওকে ডাক
ওরে ওকে ডাক
ওরে ওকে ডাক
ডাক নারে ভাই,না হলে ঘড়িতে এলার্ম দিয়ে রাখ্।















রোমান্টিক

লক্ষ্ণী জানু আমার কলিজার টুকরা, :#>
কক্সেসবাজার থেকে চল বেড়িয়ে আসি আমরা। :!> :!>
দুইজনে মিলে কত মজা করব

তারপর সাগরেতে ডুবে মরব।

।।
বিয়ে দিয়ে দাও তোমার ছেলের
শেষ হোক দিন কোলবালিশের।

বিঃদ্রঃ এটি উত্তোরাধুনিক বেবোধ ফিউশন কবিতা, মাথার উপ্রে বিয়ে গেলে লেখক দায়ী নন।

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৬