-পৃথিবীর সবচেয়ে কম বয়সী বাবা মায়ের বয়স ছিল ৮ এবং ৯ বছর । চীনে ১৯১০ সালে ।
-ইংলিশ বর্ণমালায় “E” লেটার সবচেয়ে বেশি ব্যাবহার করা হয় আর সবচেয়ে কম ব্যাবহার করা হয় “Q”
-প্রতি বর্গ ইঞ্চি শরীরের অংশে ৩২ মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে ।
-প্রতি মিনিটে মানুষের শরীরের ৩০০ মিলিয়ন কোষ মারা যায় ।
-লিওনার্দো দা ভিঞ্ছি একই সময়ে এক হাত দিয়ে লিখতে ও অন্য হাত দিয়ে ছবি আঁকতে পারতেন ।
-তেলাপোকা মাথা ছাড়াও ১০ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে .
-মানুষ বছরে গড়ে ১,৪৬০ বারেরও বেশি স্বপ্ন দেখে
-মানুষ যত বড় হতে থাকে তার চোখের রং তত হালকা হতে থাকে ।
-এক জন মানুষ দিনে গড়ে ১৩ বার হাসে ।
-মানুষ সারা বছরে গড়ে ৪,২০০,০০০ বার চোখের পাতা ফেলে।
-মানুষ সারা জীবনে প্রায় তিন বছরের মতো সময় বাথরুমের কাটায় ।
-হাতের নখ পায়ের নখের ছেয়ে ৪ গুন তারাতারি বড় হয় ।
-যুক্তরাষ্ট্রের একটা স্টেট হাওয়াই, যা প্রতি বছরে ৪ ইঞ্চি করে জাপানের দিকে সরে যাচ্ছে ।
-মানুষের শরীর প্রতি সেকেন্ডে ১৫ মিলিয়ন রেড রক্ত কোষ (red blood cell) তৈরি করে এবং মেরে করে।
-পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ডাক নাম হচ্ছে “মুহাম্মাদ” ।
-বেহালার মাঝে ৭০ টি বিভিন্ন ধরনের কাঠ ব্যাবহার করা হয়
-আমেরিকার প্রতি ৪ জন মানুষের মাঝে ১ জনকে টিভিতে দেখানো হয় ।
-মানুষ ৩০০ টি হাড় নিয়ে জম্ন নেয় কিন্তু যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন থাকে মাত্র ২০৬ টা
-ডলপিন এক চোখ খোলা রেখে ঘুমায় ।
-চোখ একমাত্র অংশ যা জন্মের সময় থেকে মরার আগ পর্যন্ত একই রকম থাকে । বড় হয় না ।
-পেঁয়াজ কাটার সময় চুইন গাম খেলে চোখ দিয়ে পানি পড়ে না ।
-চাঁদ ঠিক মাথার উপরে যখন থাকে তখন আমাদের ওজন কম হয় ।
-মানুষ নিজে নিজে শ্বাস বন্ধ করে আত্মহত্যা করতে পারে না।
-শামুক তিন বছরের মতো সময় ঘুমিয়ে কাঠাতে পারে।
-প্রজাপতি পা দিয়ে স্বাদ গ্রহণ করে।
-ইঁদুর তারাতারি বংশ বিস্তার করে । প্রতি দুই মাসে দুটি ইঁদুর এক মিলিওনেরও বেশি ইঁদুর তৈরি করতে পারে।
( ইন্টারনেট থেকে )
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০১