"ব্লগ নিয়ে খুব বেশি Fascination বা উচ্চাভিলাষ আমার আদৌ নাই বা কখনো ছিলোও না। আমি জাস্ট ক্যাম্নে ক্যাম্নে জানি ঘুরতে ঘুরতে এই ব্লগে চলে আসছিলাম এখন ঠিক ক্লিয়ারলি মনেও নাই। তবে এটা ঠিক কেউ আমাকে রেফার করেনাই, আমি নিজে নিজেই এখানে আসছি। তারপর ভালো লেগে গেছে, ব্যাস......। সো, ব্লগের হিট সংখ্যা, কমেন্টের সংখ্যা, প্লাস মাইনাস, হাই-ভল্যুম, লো-ভল্যুম, হ্যান টিম, ত্যান টিম.... এই সবের কোনটা নিয়াই আমার এক কানাকড়ি মাথাব্যাথাও নাই (ঈমানে কৈ )"
হ ... আমি আসলেই 'জাস্ট ক্যাম্নে ক্যাম্নে জানি, ঘুরতে ঘুরতে' হান্দাইয়া গেছিলাম এই ব্লগে। সেই অর্থে আমি হৈলাম এক্কেরে পিউর Perfect Stranger (আহারে.... একসময় বিটিভির এই সিরিয়ালটা কৈলাম জুষ আছিলো, তাইনা? কৈন্ছেন দেহি, পুঙটা দুইটার নাম কি কি আছিলো?)
এনি ওয়ে, তারপর ক্যাম্নে ক্যাম্নে জানি একবচ্ছর পার হৈয়া গ্যালো ধুন-ফুন কৈরা হ......
ব্লগার পরিসংখ্যান
* পোস্ট করেছেন: ১৮৭টি
* মন্তব্য করেছেন: ৬৮৫৬টি
* মন্তব্য পেয়েছেন: ৩৯৩৫টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ১৫ ঘন্টা
* ব্লগটি মোট ৪৫২৯৮ বার দেখা হয়েছে
এই ১ বছর ১৫ ঘন্টায় বিশেষ কিছু যে ফেলতে পারিনাই এতদিন সেইটা তো জানিই। তবে আজব কিছু সিম্পটম ইদানিং (ঠিক ইদানিং না, অনেক দিন ধৈরাই) ভিত্রে ভিত্রে ফিল্ করি। যথা-
১। চলতে ফিরতে মজারু কোন কিছু দেখলেই মনে হয় ছবি তুইল্যা সামুতে পোস্টাইয়া দেই।
২। ভালা কোন গান শুনলে মনে হয় সামুর বেবাকডিরে শুনাই।
৩। সেইরম কোন জুকশ্ পাইলে মুনে হয় দেই পোস্টাইয়া।
৪। রাস্তা ঘাটে অতি ক্ষীণ-দেহের কাউরে দেখলে মুনে হয়- “পাইছি আইজকা জেডারে”
৬। হেলমেট পড়া কাউরে দেখলে মুনে হয় এইটা লেচ্চয় আম্রার কৌশিক ভাই।
৭। টেলিভিশনে CN নামক এক্টা চ্যানিলে প্রায়ই দৌড়ঝাপরত একটা এন্দুর আর একটা বিলাই দেক্লে আম্রার জেরী'বু আর পাক্নাজয় রে মনি ফড়ি যায়...
৮। মাঝে মইধ্যেই আলিফ কাগুর লগে স্বপ্নে হাদুম-পাদুম করি।
৯। গুরুর লিগা বুকির মইধ্যে মুচড় দেয়....
১০। শ্রদ্ধেয় নুঢ়ে এলার্ম এর কথা ক্যাম্নে ভুলি
১১। তাজা নশনশা কাঠালপাতা চোখে পর্লে মুনে হয় আহারে ব্লগে কত ব্যাডা না খাইয়া রৈছে.....
৫। আইজকাইল কতা-বার্তায় (বিশেষ কৈরা বৌ এর লগে) কিরাম জানি মডারেষাম পাইনা।
৭। বিষ্যুৎবার বিকাল হৈলেই আপসুস আপসুস লাগে, কারন পরেরদিন (শুক্কুরবার) ব্লগাইতে পারুম্না
.....
......
........
ধুর.... আরো মেলা আছে... কিন্তুক আর লেখতে পারুম্না। অত পার্লে তো চেলিব্রাইটিই হৈতাম
যাউকগা, আগেই কৈছি কেককুক নাই।
সো ... আল্বিদা................
তবে সবার জন্য এক প্যাকেট কৈরা ধৈন্যার গুড়া...
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৯ রাত ৮:১১