পুনম পাণ্ডের বুকটা এখন টনটন করছে অনুতাপে! করবে নাই বা কেন? সেই ২০১১ সাল থেকে যে কন্যে বুকে চেপে রেখেছেন না-দেওয়া কথা। তা, কন্যা কথা রাখেননি কেন? তার জন্য একটি বার ঘুরে আসা যাক ফ্ল্যাশব্যাকে!
২০১১ সালটা কেন বিখ্যাত ছিল বলুন তো? বিশ্বকাপকে গুলি মারুন; ভারত জিতলে নগ্নিকা-বেশে নেমে আসবেন প্রকাশ্য বাস্তবে- এমনটাই মিডিয়ার মাধ্যমে সারা ভারতকে জানিয়েছিলেন পুনম পাণ্ডে নামের জনৈক ললনা। তারপর জল অনেক দূর গড়িয়েছিল। ভারত জিতে গিয়ে বেশ ফাঁপড়েই ফেলে দিয়েছিল পুনমকে! তিনি অবশ্য কথা রাখেননি; কে-ই বা রাখে? শুধু কথার খেলাপ হবে বলে একটি ফোটোশপে কারিকুরি করা শরীরী ছবি ছেড়েছিলেন এক সোশ্যাল সাইটে।
তার পর বাকিটুকু খুবই সহজ, খুবই সরল। রাখঢাকের ধার ধারে না, এমন ললনাদের ভারত সম্মান না দিলেও বলিউড বরাবর কাজে লাগিয়ে এসেছে। পুনমের বেলাতেও তার ব্যত্যয় হল না। শরীর নামের চুম্বক দিয়ে বলিউড নামের লোহার বুকে পুনম বড় বড় করে লিখে দিলেন 'নাশা'! পুনম পাণ্ডের শরীরী 'নাশা'। আজ্ঞে হ্যাঁ, এটাই পুনম পাণ্ডের প্রথম মুক্তি পেতে চলা বলিউড ভেঞ্চার। আক্ষরিক অর্থেই তা পুনমের শরীরখচিত; পোস্টার-টা দেখলেই সেটা মালুম হবে। সেখানে একেকটি অক্ষরের মতো করে শরীরকে দুমড়ে-মুচড়ে ফোটো-সেশন করেছেন পুনম।
অমিত সাক্সেনার পরিচালনা ও আদিত্য ভাটিয়ার প্রযোজনায় খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘নাশা’। বছর ২০১৩-র শুরুর দিকেই দর্শক রুপোলি পর্দা জুড়ে দেখতে পাবেন, নায়িকার চরম আবেদনময় হরকত! তার জন্য ছবিতে বিকিনি পরে শট-ও দিচ্ছেন পুনম। তবে মোটেই বিকিনি পরে বালিকাবেলায় গড়াগড়ি বা জল থেকে উঠে আসা নয়; পুনম বিকিনি পরে রীতিমতো একটা গোটা গানে নাচবেন ছবিতে। সেটা আইটেম নম্বর হবে কিনা, সেটা অবশ্য এখনই জানা যাচ্ছে না।
অবশ্য পুনম বলছেন যে, সব কিছুই সম্ভব, কারণ তিনি তো পুনম পান্ডে! অতএব সেই রহস্য ভেদ করার জন্যেই দর্শককে করতে হবে একটুখানি অপেক্ষা।
লুল বেরাদারগণ, নিজ দায়িত্বে কমেন্ট করিবেন। লুল ফেলবার জন্য আমি বা পুনম কেউই দায়ী নই।

সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩২