সমকাল প্রতিবেদক
সাবেক প্রধানমšúী খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো এবং বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের তিনটি দেশে বাড়ি ও কোটি কোটি টাকাসহ বিপুল পরিমাণ স¤ক্সদ রয়েছে। সাবেক প্রধানমšúীর রাজনৈতিক সচিব ও ঢাকা-১০ আসনের সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু ও সাবেক স্ট^রা®দ্ব্র প্রতিমšúী লুৎফুজ্জামান বাবর টিএফআই সেলে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য ফাঁস করেছেন।
ত্রাণের টিন আͧসাৎ মামলায় মোসাদ্দেক আলী ফালুর তিন দিনের রিমান্ডের ™ি^তীয় দিনে তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে দুর্নীতি-অনিয়মের বেশকিছু বিবরণ দিয়েছেন। অন্যদিকে লুৎফুজ্জামান বাবরকে টানা ১১ দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বাবর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। জিজ্ঞাসাবাদ সেলে বাবর জানিয়েছেন, আরাফাত ংং তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের মালয়েশিয়াতে বিপুল অগ্ধেকর টাকা আছে। গত পাঁচ বছরে তারা এ টাকা বাংলাদেশ থেকে পাচার করেছেন। তবে কী পরিমাণ টাকা থাকতে পারে তার কোনো হিসাব না দিলেও তা শতকোটি টাকা হতে পারে বলে তিনি জানান। এছাড়া ফালু ওরিয়ন গ্র“পের মালিক ওবায়দুল করিম ও সাবেক যোগাযোগমšúী নাজমুল হুদার কাছ থেকে ৫০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা নিয়েছেন বলে বাবর দাবি করেন।
জিজ্ঞাসাবাদ সেলে ফালু বলেছেন, ২০০৪ সালে উপনির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নির্বাচিত হওয়ার পর বসুল্পব্দরা গ্র“পের মালিক শাহ আলম, স্ট‹য়ার গ্র“প ও ওবায়দুল করিমের কাছ থেকে তিনি চাঁদা নিয়েছেন। এছাড়া এনটিভি ও আরটিভি চালু করার জন্য লন্ডন, কানাডা ও আমেরিকায় কয়েকবার গিয়েছেন। সেখানে তার কয়েকজন ব্যবসায়িক বল্পব্দু আছেন। সিরামিক ও ডাইপারেন ব্যবসার সঙ্গে লুৎফর রহমান বাদল এবং আরাফাত রহমান কোকো আছেন। এনটিভিতে কোকোর স্টúীর শেয়ার রয়েছে। তার মতে, সবচেয়ে বেশি দুর্নীতি করেছেন হারিছ চৌধুরী, গিয়াসউদ্দিন আল মামুন, লুৎফুজ্জামান বাবর ও তারেক রহমান। ফালু ব্যবসায়ী নহৃর আলীর কাছ থেকে এক কোটি টাকা চাঁদা নেওয়ার কথা স্ট^ীকার করেন। এছাড়া বসুল্পব্দরা গ্র“পের আবু সুফিয়ান তাকে ৬ মাস ৫ লাখ টাকা করে দিয়েছেন। আইএফআইসি ব্যাংকের মোট সাড়ে ৮ লাখ শেয়ারের মধ্যে ৫০ হাজার শেয়ার তার ও তার স্টúীর নামে ৫০ হাজার শেয়ার (যা নহ্যৃনতম ৪৯৫ টাকা) রয়েছে। যা তাকে দেওয়া হয়েছে। এর মহৃল্য ৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা।
লুৎফুজ্জামান বাবর ফালুর এক শ’ কোটি টাকা চাঁদাবাজির কথা টিএফআই সেলে গোয়েন্দাদের কাছে প্রকাশ করেছেন। ওরিয়ন গ্র“প ও ওই গ্র“পের নির্মাণ প্রতিষ্ঠান বেলহাসার কাছ থেকে এই টাকা নিয়েছেন বলে বাবর দাবি করেন। সেলের কর্মকর্তারা ফালুর কাছে জানতে চান, বাবর আপনার স¤ক্সদের কথা বলে দিয়েছেন। আপনি তার কিছু জানলে বলতে পারেন। এ সময় ফালু বাবরকে মহাচাঁদাবাজ উল্কেèখ করেন বলেন, সাভারে মিথুন গ্রামের পাশে এক জঙ্গলে ২টি বাড়িসহ (খ্রি¯দ্বানরা থাকে) জমি দখল করেছেন। জমির পরিমাণ ৯ একর। এখানে তিনি থাই অর্কিড চাষ করতে চেয়েছিলেন। অর্কিডের কো¤ক্সানির নাম দেওয়া হয়েছিল বাংলাদেশ থাই অর্কিড কো¤ক্সানি লিমিটেড।
জিজ্ঞাসাবাদে বাবর স্ট^ীকার করেন, সাবেক বিদ্যুৎ প্রতিমšúী ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক অর্থমšúী সাইফুর রহমানের ছেলে নাসের রহমান. তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন বেসরকারি খাতে একটি বিদ্যুৎ কেন্দ্র স্ট’াপনের প্রকল্কপ্প থেকে বিপুল অগ্ধেকর চাঁদা নিয়েছেন। তিনি জানান, সরকার সিরাজগঞ্জে ৪৫০ মেগাওয়াট একটি বিদ্যুৎ কেন্দ্র স্ট’াপনের উদ্যোগ নেয়। এই কাজটি পাইয়ে দেওয়ার জন্য সামিট গ্র“পের চেয়ারম্যান আজিজ খানের কাছ থেকে তারা এই চাঁদা নেন। অবশ্য কাজটি শেষাবধি আজিজ খান পাননি। এ প্রকল্কপ্প বাস্টøবায়নও হয়নি।
এ ব্যাপারে আজিজ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমকালকে বলেন, এ অভিযোগ মিথ্যা। সামিট কাজ নেওয়ার জন্য কাউকে কোনো টাকা-পয়সা দেয়নি। তিনি আরো বলেন, এ কাজটি তো আমি পাই-ইনি। তাহলে টাকা দেব কেন।
জিজ্ঞাসাবাদ সেলে বাবর দাবি করেছেন, সালাহউদ্দিন কাদের চৌধুরী, আলী আহসান মোহাল্ফ§দ মুজাহিদ ও মোসাদ্দেক আলী ফালুর কারণে খালেদা জিয়া দুর্নীতিগ্রস্টø হয়ে পড়েন। বিএনপির নির্বাচনী তহবিলে কে কত টাকা দিয়েছেনÑ এমন প্রশেুর জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় তখন আলী আসগার লবী দুবাই গিয়ে বিপুল অগ্ধেকর টাকা নিয়ে আসেন। তিনি বলেন, লবীর ম্যানেজার বিনোদ ২০ থেকে ২৭ কোটি টাকা চাঁদা নিয়েছেন। সিঙ্গাপুরের এক চোরাচালানির সঙ্গে ফালুর স¤ক্সর্ক রয়েছে বলে বাবরের দাবি।
ফালু নিজের স¤ক্সত্তির বিবরণ দিতে গিয়ে জানান, ঢাকা মহানগরীর শাহজাহানপুরে তার ৪টি বাড়ি, সাভারে ১০০ বিঘা জমি আছে। এছাড়া বসুল্পব্দরা আবাসিক এলাকায় ৫ কাঠার একটি প্টèট ও গুলশানে ১৭ কাঠা জমি থাকার কথা স্ট^ীকার করেন। শুধু তাই নয়, তার স্টúীর নামেও ডিওএইচএসে একটি বাড়ি আছে। নিজের একটি দামি গাড়ি থাকার কথাও স্ট^ীকার করেছেন ফালু।
ফালু তার ব্যবসায়িক অংশীদার হিসেবে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং লুৎফর রহমান বাদলের নাম উল্কেèখ করেন। ফালু বলেন, খালেদা জিয়ার অনুরোধে তিনি কোকোকে ব্যবসায়িক অংশীদার করে নেন।
বিডি ফুডের হেরোইন পাচারের বিষয়টি ফালু জানতেন বলে স্ট^ীকার করেছেন। তিনি জানান, একটি ব্যবসায়ী গোষ্ঠীর মালিক সাবান কো¤ক্সানিতে সাবানের সঙ্গে হেরোইন ঢুকিয়ে ব্যবসা করে।
ফালু জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তার নিজের চোরাচালানের দুটি সিগারেটের চালান সিঙ্গাপুর থেকে সাইফুর রহমানের ছেলে শফিউর রহমান বাবু দেশে নিয়ে আসেন। যা পরে ধরা পড়ে গেছে। সিআইডির এসপি ফাতেমী ও র্যাবের মেজর ওয়াসিম বিষয়টি তদšø করছেন বলে ফালু জানান। ফালু বলেছেন, ডা. জাহিদ, ফিরোজ, বকুল ড্যাবের সদস্য। এরা বিসিএস সংত্রক্রাšø দুর্নীতির সঙ্গে জড়িত।
;;;;