বঙ্গবন্ধুর খুনি মহিউদ্দীনকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত
।। ইত্তেফাক রিপোর্ট ।।
মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানের অপরাধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী লে. কর্নেল (অবঃ) এ কে এম মহিউদ্দিন আহমেদকে দেশে ফেরত পাঠানোর সব ব্যবস্থা চূড়ান্ত হয়েছে। লস এঞ্জেলস-এর সানপেডরো উপশহরের টারমিনাল আইল্যান্ড বন্দি শিবিরে আটক মহিউদ্দিনের যুক্তরাষ্ট্রে অবস্থানের কোন সুযোগ নেই। শুক্রবার ফেডারেল কোর্ট তার সর্বশেষ আপীল খারিজ করে। যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আদেশ বহাল রাখে। এ অবস্থায় মার্কিন সরকার তাকে নিজ দেশে ফেরত পাঠানোর (ডিপোর্ট) সব আয়োজন চূড়ান্ত করেছে। কানাডায় রাজনৈতিক আশ্রয়ের সম্ভাবনাও নাকচ হয়ে গেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আজ রবিবার যে কোন সময়ে মহিউদ্দিন দু’জন মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তার পাহারায় ঢাকা এসে পৌঁছাবেন। লস এঞ্জেলস থেকে মাহমুদ খান তাসের জানান, মার্কিন আইসিএ (ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট) কর্তৃপক্ষ বলেছে, মহিউদ্দিনের বহিষ্কার স্থগিতাদেশ অকার্যকর বিধায় সুবিধামতো সময়ে সংস্থাটি তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে। এ ব্যাপারে সর্বপ্রকার আনুষ্ঠানিকতাও সম্পন্ন প্রায়। বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। মহিউদ্দিনকে বহনকারী উড়োজাহাজে থাকছেন হোমল্যান্ড সিকিউরিটির দু’জন নিরাপত্তা রক্ষী। তারা ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে মহিউদ্দিনকে বাংলাদেশের আইন-শৃংখলা রক্ষাকারী সদস্যদের হাতে তুলে দেবেন। তারা ইতিমধ্যে বাংলাদেশ মিশন থেকে ভিসা নিয়েছেন। উড্ডয়নের ২৪ ঘন্টা আগে বিষয়টি মহিউদ্দিনের পরিবারকে অবহিত করা হবে। আইসিএ বিশেষ স্পর্শকাতর ও নিরাপত্তার অজুহাতে মহিউদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠানোর দিনক্ষণ গোপন রেখেছে। সংস্থাটির এক অসমর্থিত সূত্রে জানা গেছে যে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মহিউদ্দিনকে বাংলাদেশের উদ্দেশে বিমানে তুলে দেয়া হচ্ছে।
এদিকে মহিউদ্দিনের উকিল যোসেফ পি সেন্ডোভাল জানান যে, তার মক্কেলকে রক্ষার সম্ভাব্য ‘এ্যাভিনিউ’গুলি একে একে সব বন্ধ হয়ে গেছে। আপিল আদালত নয়া আর্জি গ্রহণ থেকে বিরত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিতে মহিউদ্দিন সন্ত্রাসী প্রতিপন্ন হওয়ার কারণে কানাডাও তাকে উদ্বাস্তুর মর্যাদা দিতে কার্পণ্য করছে। মার্কিন কংগ্রেসে উত্থাপিত ‘মহিউদ্দিন রক্ষা’ বিলটির অবস্থাও তথৈবচ। যদি না হোয়াই হাউস কিংবা ক্যাপিটালহিল দয়াপরবশ হয়ে মহিউদ্দিনের বাংলাদেশে বাধ্যতামূলক প্রত্যাবর্তনের বিপক্ষে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে- অসহায় এই মানুষটির বেঁচে থাকার সব পথই রুদ্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেন সেন্ডোভাল। এ কে এম মহিউদ্দিন এক ই-মেইল বার্তায় মার্কিন ইমিগ্রেশনের টানাপোড়েনে নিজেকে যারপরনাই ক্লান্ত বলে দাবি করেন এবং বাংলাদেশে প্রত্যাবর্তনে তার আর কোন আপত্তি নেই বলে জানান। এদিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন শুক্রবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির দু’জন কর্মকর্তা যে কোন সময়ে মহিউদ্দিনকে নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হতে পারেন। মার্কিন ফেডারেল কোর্ট মহিউদ্দিনের সর্বশেষ রিট আবেদন খারিজ করে দেয়ায় তাকে ফেরত পাঠানোর বিষয়টি সে দেশের সরকার প্রায় চূড়ান্ত করেছে।
মহিউদ্দিনের আইনজীবীরা অন্য কোন আইনগত বাধা সৃষ্টি করতে না পারলে রায়ের ২৪ ঘন্টা পরেই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তাকে বিমানে তোলার সময়সূচি আমাদের জানানো হয়নি। তবে আমরা বলেছি, তাকে বিমানে তোলামাত্রই আমাদের যেন জানানো হয়। মহিউদ্দিন ঢাকায় পৌঁছালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ তাকে বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাবে।


একই শহরের দুই মসজিদে দুই দিনে ঈদ
ডালাসের পাশে আমাদের Plano শহরের প্রধান দুইটি মসজিদের একটিতে (পৃথিবীখ্যাত East Plano ইসলামিক সেন্টার বা EPIC মসজিদ, যা ইয়াসির কাদির মসজিদ হিসেবে পরিচিত) গতকাল ঈদ উদযাপন করেছে। কিন্তু Plano'র আদি... ...বাকিটুকু পড়ুন
যারা সৌদি আরবের সাথে ঈদ করেছে আল্লাহ তাদেরকে জাহান্নামে দগ্ধ করবেন
সূরাঃ ৪ নিসা, আয়াত নং ১১৫ এর অনুবাদ-
১১৫। কারো নিকট সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং মু’মিনদের পথ ব্যতিত অন্যপথ অনুসরন করে, তবে সে... ...বাকিটুকু পড়ুন
ভারতে মুসলিমরা কি আসলেই নির্যাতিত?
গুজব রটানো কত সহজ দেখেন! ফেসবুক থেকে নেয়া একসাথে সংযুক্ত এই ৩টি ভিডিও দেখলেই পরিষ্কার হয়ে যাবে কীভাবে গুজব রটিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হয়। এই ভিডিওতে দেখা যাচ্ছে যা, তা... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার মডেল মসজিদ প্রকল্প: ভণ্ডামির আরেক নমুনা
শেখ হাসিনার মডেল মসজিদ প্রকল্প: ভণ্ডামির আরেক নমুনা
বাংলাদেশে ইসলামের নামে নানা প্রকল্প বাস্তবায়ন হলেও বাস্তবে তার অনেকগুলোই... ...বাকিটুকু পড়ুন
AI-এর লগে গ্যাঁজাইলাম =p~
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(স্ক্রিনসট)
সামহোয়্যার ইন ব্লগ... ...বাকিটুকু পড়ুন