শাহজাহান আকন্দ শুভ: এবার মুখ খুলতে শুরু করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালু। তিন দিনের রিমান্ডের প্রথম দিনেই ফালু জানিয়েছেন, তার বেশিরভাগ অর্থ সম্পদের মালিক বেগম খালেদা জিয়া। তিনি ৬২ কোটি টাকার অবৈধ সম্পদের কথা স্বীকার করলেও খালেদা জিয়ার সঙ্গে ফালুর বেনামে ১২৮ কোটি টাকার পার্টনারশিপ ব্যবসা রয়েছে বলে জেনেছেন গোয়েন্দারা ।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দেয়া তথ্যের ভিত্তিতে ফালুকে জিজ্ঞাসাবাদ করতে রোববার ৩ দিনের রিমান্ডে নেয়া হয়। প্রথম দিনই জিজ্ঞাসাবাদে খালেদার সঙ্গে ব্যবসা ও বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক থাকার ব্যাপারে মুখ খুলতে শুরু করেছেন ফালু। বিদেশে অর্থপাচার, নামে বেনামে ব্যবসা ছাড়াও খালেদার সঙ্গে তার বিশেষ ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে গতকাল ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। সূত্রমতে, তিনি স্বীকার করেছেন খালেদা জিয়ার সঙ্গে বিশেষ সম্পর্কের কারণেই বিপুল বিত্তের মালিক হয়েছেন। আর এসব সম্পদে বেনামে খালেদা জিয়ারও মালিকানা রয়েছে।
ফালু জানিয়েছেন, খালেদা জিয়ার সঙ্গে তার বিশেষ ঘনিষ্ঠতার কারণে এক সময় তারেক রহমানের বিরাগভাজন হয়েছিলেন তিনি। কিš' খালেদার কারণে তারেকের সঙ্গে তার তিক্ত সম্পর্ক বেশীদিন স্থায়ী হয়নি।
এনটিভি ও আরটিভির বিভিন্ন মেশিনপত্র আমদানিকালে বিদেশে বিপুল অঙ্কের অর্থপাচারের কথাও ফালু স্বীকার করেছেন। তিনি বলেছেন, পাচারকৃত অর্থ দিয়ে তিনি ব্যাংককে বাড়ি কিনেছেন। মালয়েশিয়ায় কিনেছেন ফ্ল্যাট। আর অস্ট্রেলিয়ায় গড়েছেন ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও মোসাদ্দেক আলী ফালু বিদেশের বিভিন্ন ব্যাংকে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ থাকার কথা স্বীকার করেছেন।
এদিকে ৩ দিনের রিমান্ডে নিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ ফালুকে বাবরের মুখোমুখি করা হচ্ছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোয়েন্দারা একটি বিশেষ কাবিননামার সন্ধান পেয়েছে। এই কাবিননামায় সৌদি আরবের রাজসাক্ষীও রয়েছেন বলে জানা গেছে। কাবিননামাটি নিয়েও ফালুকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সম্পাদনা: রঞ্জু
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৭ ভোর ৫:০৩