যে কেউ জাহাজীর আত্মস্বীকৃতির মুলক কমেন্ট পড়লেই বুঝতে পারবেনযে, উনি কি পরিমান সৎ সাহসী ।

যে নিজের দোষ ভাল হোক মন্দ হোক তা নির্দিধায় স্বীকার করতে পারে। আর এর মাঝে লুকিয়ে থাকা মুখোশ ধারী এলিয়েনের কি সাহস আছে এই সাহসী মানুষটার সামনে দাড়াঁবার??? তার কাছে এই মুখোশধারী আড়ালে লুকিয়ে থাকা মানুষটার কিইবা দাম?? এসব হলো মানুষকে ইমোশনালী ব্লাকমেইলিং, গালাগালি দিয়ে কিছুই হয়না আসলেই। আমার কারনে আজ জাহাজী যে অপমান হল সেটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি জানিনা আমার কি করা উচিত।
তবুও দেখেছি যে কৎসিত জঘন্য মানুষরুপী হায়েনাদেরই জয়। ভাল মানুষগুলো নিরবে আড়ালে চলে যায় চোখের পানি মুছে।
জাহাজী শেষবারের মতো বলছি আপনি ফিরে আসুন, নতুবা আমাকে সারা জীবন এক প্রকার অন্তর দহনে জ্বলতে হবে।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৭