একজন ঈমানদার হিসাবে শেখ মুজিব সম্মান পাওয়ার যোগ্য!
১৯৭০ সালে ইয়াহিয়ার LFO (Legal Frame Order) এর অধীনে নির্বাচনে অংশ নিয়ে ৬ই জুন ১৯৭০ মুজিব ঘোষণা করেছিলেন, “কোনো শক্তি নাই যে পাকিস্তানকে ধংস করে!”
এরপরে ৩০ নভেম্বর ১৯৭০ নির্বাচনের ৭ দিন আগে মুজিব ঘোষণা করেন, সামনের নির্বাচনে আওয়ামীলীগ অংশ নিয়াছে পাকিস্তানের জন্য একটি সংবিধান রচনার জন্য। আর এ নির্বাচন হবে ৬ দফা এবং ১১ দফার প্রতি গণভোট। মুজিবের এই সব বক্তৃতার কোথাও ”স্বাধীনতা” শব্দটি ছিলা না। বরং রয়েছে পাকিস্তান জিন্দাবাদ।
তো, এই জিন্দাবাদ রক্ষার জন্য তিনি ১৯৭২ সাল অবধি চেষ্টা করে গেছেন। বাংলাদেশর জন্মের পরেও ২৭ ডিসেম্বর ১৯৭১ ভুট্টোকে বলে এসেছেন, “It will be a confederaion!” মুজিব ঈমানদার ছিলেন বটে। পাকিস্তানীদেরকে কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। পারেন নাই, সেটা ভিন্ন কথা।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৮