আমি যখন আমার প্রথম বই 'ঐতিহ্যের ধামাইল গান' নিয়ে কাজ করছি তখন বেশ কয়েকজন শুভাকাঙ্খী আমাকে গল্প লিখার পরামর্শ দেন। সেটা ২০১৪-১৫ সালের ঘটনা। ধামাইলগান নিয়ে কাজ করতে গিয়ে তখন মাথার মধ্যে গল্পের প্লট ঘুরপাক করতো। সেগুলো একটা সময় লিখার চেষ্টা করি। তখন ব্লগে মাঝেমধ্যে ব্লগারদের লিখা গল্প পড়তাম। এরই মাঝে আমিও সাহস করে একটা গল্প পোস্ট করি। তখন আমার গল্প নিয়ে আলোচনা-সমালোচনা হয়। সেই থেকে গল্প লিখার প্রতি একটা আগ্রহ কাজ করে। আর তখন গবেষণার ফাঁকে ফাঁকে লিখে ফেলি বেশ কিছু ছোটগল্প !!
তবে গল্প নিয়ে বই বের করার সাহস পাচ্ছিলাম না। বরাবরের মতো এগিয়ে আসলেন লেখক গবেষক সুমনকুমার দাশ। অার রেহাই নেই। বললেন- বই বের করতেই হবে !!
বইয়ের ভূমিকা লিখেছেন জনপ্রিয় ব্লগার গল্পকার অনুবাদক ডি মুন ভাই। যার গল্প আমি বুঁদ হয়ে পড়ি। অন্যকেও পড়তে বলি। তাছাড়া বই প্রকাশের ক্ষেত্রে অনেকেই উৎসাহ দিয়েছেন। ভাবছি এসব নিয়ে পরে একটা সময় লিখবো।
সে যাইহোক....
বইটি আজ থেকে মেলায় পাওয়া যাবে……
গল্পগ্রন্থ: খোঁয়াড়
প্রকাশক : চৈতন্য প্রকাশন
প্রচ্ছদ : রাজীব দত্ত
মূল্য : ১৫০/- (কমিশন ছাড়া)
স্টল নং- ৬০৪-৬০৫
--------------------------------------------------------------
আমার আরো দুটি বই ঃ
ঐতিহ্যের ধামাইল গান (গবেষণামূলক, ২০১৫, রোদেলা প্রকাশনী)
দীন শরৎ বলে (বাউল জীবন ও গান নিয়ে আলোচনা, ২০১৭, রোদেলা প্রকাশনী)
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩