সুপ্রিয় শ্রোতাবৃন্দ!
আসসালামু আলাইকুম। বিটিভির সর্বকালীন ‘কমন’ খবরে আপনাদের জানাই স্বাগতম। খবর পড়ছি আমি এ,বি,সি, তৈলকার।
প্রথমেই শিরোনামগুলো দেখে নিন প্রাণভরে!
১. ‘দেশের উন্নয়নের চিন্তায় গত তিন বছর যাবত ঘুমাতে পারছি না’-- চট্টগ্রামের মহাসমাবেশে বললেন প্রধানমন্ত্রী ‘ক’।
২. টোকাই পর্যন্ত ল্যাপটপ সেবা পৌছে দেওয়াটাই এই সরকারের বড় চ্যালেঞ্জ-- মহাসমাবেশে আরো জানালেন প্রধানমন্ত্রী।
৩. ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই অত্যাধুনিক জেট বিমান-- বাস-ট্রাক-টেম্পু মালিক শ্রমিক সমিতির মহাসম্মেলনে বললেন যোগাযোগমন্ত্রী।
৪. বুড়িগঙ্গার পানি বন্টনে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু। বিনিময়ে বাংলাদেশ পেতে পারে ভারতের মাটিতে ৫টি টেস্ট খেলার সুযোগ।
৫. রাজধানীতে ১২ ঘন্টায় ৩ খুন। আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে--বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।
৬. নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে-- বললেন বাণিজ্যমন্রী।
এবং.........
৭. গাবতলীতে ভয়াবহ অগ্নিকান্ড। ৭০ জনের লাশ উদ্ধার। নিখোঁজ শতাধিক।
এবারে বিস্তারিত.........
দেশের উন্নয়নের জন্য কর্মব্যস্ত সময় কাঁটাতে কাঁটাতে রাতে ঠিকমত ঘুমাতে পারছেন না জননেত্রী প্রধানমন্রী ‘ক’। আজ চট্টগ্রামের লালদিঘীর ময়দানে স্থানীয় নেতা-কর্মী আয়োজিত মহাসমাবেশে তিনি একথা জানান দেন। এই সময় তার চুল কিছুটা উস্কখুস্ক এবং পোশাক অবিন্যস্ত দেখা যায়। উপস্থিত লাখ লাখ জনতা এসময় তাকে সমবেদনা জানালে উনি কিছুটা শান্ত হোন। পরে জেলা ‘ব’লীগের একজন মহিলা কর্মীর কাছ থেকে মেকাপ বক্স ধার নিয়ে হালকা মেকাপ দিয়ে উনি পুনরায় মঞ্চে ফিরে আসেন এবং তার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করেন। এ ঘটনায় চট্টগ্রামে তোলপাড় সৃষ্টি হলেও মানবাধিকার কর্মীরা দারুণ খেপেছেন। ‘ঘুমাতে না দেওয়াটা’ একটি উচ্চমার্গের মানবাধিকার লঙ্ঘন বলে তারা জানিয়েছেন।
এদিকে ‘মানবাধিকার বাংলাদেশ’-এর সাবেক সভাপতি জনাব খান ক্ষুব্ধ কন্ঠে বিটিভিকে জানান যে, এই ঘটনায় চাইলেই প্রধানমন্ত্রী দেশের জনতার বিরুদ্ধে মামলা করতে পারতেন। কিন্তু তিনি তা না করে বরঞ্চ আরো রাত জেগে কাজ করার দিকে মনোযোগ দেবেন এবং এটা অবশ্যই ‘শান্তিতে নোবেল’ পুরস্কার পাওয়ার কাছাকাছি পর্যায়ের কাজ। এরপর উনি আবেগরুদ্ধ হয়ে তার বক্তব্য আর শেষ করতে পারেননি। উল্লেখ্য- জনাব খান বিগত অক্টোবরে জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করেন।
এদিকে অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করতে এসে প্রধানমন্ত্রী আরো বলেন যে, টোকাই পর্যন্ত ল্যাপটপ সেবা পৌছে দেওয়াটাই তার সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে কাজ করার জন্য তিনি চট্টগ্রামের মানুষের সহযোগিতা চান। এসময় তিনি ২০২০ সালের মধ্যেই টোকাইরা বস্তায় ল্যাপটপ নিয়ে ঘুরবে এবং পার্কে বসে গেমস খেলে সময় কাটাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই অত্যাধুনিক জেট বিমান-- একথা জানান দিয়ে বাস-ট্রাক-টেম্পু মালিকদের বিপদেই ফেললেন যোগাযোগমন্ত্রী। আজ মালিক-শ্রমিক সমিতির মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য উনি একথা বলেন। এসময় সকল শ্রমিকেরা ‘আর বাস-ট্রাক-টেম্পু চালামু না, জেট বিমান চালামু’ বলে শ্লোগান দেওয়া শুরু করলে মালিকেরা বিপদে পড়ে যান। মালিকদের অনুরোধে যোগাযোগমন্ত্রী পড়ে তার কথা ফিরিয়ে নিয়ে ‘টেম্পু’কেই বাংলাদেশের জাতীয় গাড়ি হিসেবে ঘোষণা করেন। তখন বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ ব্যাজার হলেও টেম্পু শ্রমিকেরা উল্লাসে ফেটে পড়েন। এসময় টেম্পু শ্রমিকরা পটকা ফুটাতে গিয়ে ৫ জনকে আহত করে। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বুড়িগঙ্গার পানি বেশী হয়ে যাওয়ায় তা বিক্রির ব্যাপারে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক পর্যায়ে আলোচলা শুরু হয়েছে। এদিকে বাংলাদেশ বিগত সময়ে গঙ্গা-তিস্তার ন্যায্য হিস্যা পাইনি বলে এবার যথেষ্ট সতর্ক হয়ে এগুচ্ছে। তবে ভারত জানিয়েছে তারা এর বিনিময়ে বাংলাদেশকে তাদের বহু আরাধ্য ভারতের মাটিতে খেলার সুযোগ হয়তো দিবে। যত সম্ভব বেশী ম্যাচ খেলার ব্যাপারে আলোচনা জোরদার করার জন্য বাংলাদেশী কূটনৈতিক দলে বিসিবি সভাপতিকেও অন্তর্ভূক্ত করা হয়েছে।
রাজধানীতে গত ১২ ঘন্টায় ৩জন খুন হয়েছেন। আজ সকাল ১০টায় কদমতলী থেকে ২জন এবং বাসাবো থেকে ১জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিকেলে কদমতলী ঘাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ২টি লাশ ভেসে থাকতে দেখেন। এরপর তার চিৎকারে ঘাটের মাঝি সুরুজ মিয়া লাশ দুটো তুলে নিয়া আসেন। এ ব্যাপারে পুলিশ সুরুজ মিয়া সহ আরো ৬জন মাঝিকে গ্রেফতার করেছে। স্বরাষ্ট্রমন্রী অবশ্য তার বক্তব্যে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে বলে জানিয়েছেন।
নিত্য প্রয়োজনীয় জিনিশের দাম মানুষের হাতের নাগালের মধ্যেই রয়েছে- জানিয়েছেন বানিজ্যমন্ত্রী। আজ সকালে সিদ্দিক বাজারে ঘরের জিনিশপত্র কেনার সময় বিটিভির ক্যামেরায় ধরা পড়েন তিনি। এ সময় আলু,পেয়াজ,রসুন,আটা, ময়দা, তেল,লবণ,ডাল,মরিচ...... এগুলোর দাম ‘সামান্য’ বেশী বলে জানান তিনি। এই প্রতিবেদন লেখার সময় তিনি চাউল কিনতে গিয়ে দাম নিয়ে ঝগড়া করছিলেন বলে জানা যায়।
এবং আজ গাবতলীতে সাত তলা গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বেলা ৩টায় এ ঘটনা ঘটে। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্রণে আনেন। এ ঘটনায় প্রায় ৭০ জনের প্রাণহানি হয়েছে। আহত প্রায় ৫০ এবং নিখোঁজ প্রায় শতাধিক। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আই,জি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিঃদ্রঃ-১:- বিটিভি আসলে বোঝে যে কোন খবরটা বেশি জরুরী এবং বেশি দরকারি। তবুও বিচিত্র কারণে তারা সেই খবরগুলা প্রথমেই দিতে পারে না!
বিঃদ্রঃ-২:- অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার খবর প্রতিদিনই আলাদা হয় বলে কমন খবরে আনা গেলো না!
বিঃদ্রঃ-৩:- বিটিভির সংবাদ পাঠক, কর্মীরা, সংবাদ সংগ্রাহকেরা, এমনকি পরিচালকেরাও জানেন যে ক্ষমতাভেদে এইসব সংবাদের কোন পরিবর্তন হয় না!!