যাই হোক, আমি যে যাব সেটা আম্মুকে বললাম না। ভাবলাম আম্মুকে একটা surprise দিব। তো যেমন ভাবা তেমন কাজ আম্মাকে কিছুই বললাম না, বরং বললাম আমার তো অনেক কাজ। কল্পনিক নানা কাজের ফিরিস্তিও দিলাম। আম্মু মন খারাপ করে বলল, ভালো থাকিস বাবা।
তারপর এক ঘন্টার মধ্যে দরকারি কাজ গুলো সেরে আমি বাস স্টান্ড এ চলে গেলাম। তারপর পরের বাসের টিকেট করে বাস এ চড়ে বসলাম। রাস্তায় আম্মু কয়েকবার ফোন করেছিল, বলেছি আমি বাস এ আর বাসায় যাচ্ছি। আম্মা মনে করেছে আমি বোধহয় ঢাকার কোথাও গিয়েছিলাম, তাই বাসে করে বাসায় ফিরছি।
তারপর বাসায় পৌঁছালাম। আম্মু আমাকে দেখে একেবারে অবাক। কী যে খুশি হয়েছিলেন আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি এসেই বললাম, “আম্মু তোমার নাকি জ্বর, কই দেখি তো...”। আর আম্মু বলল “তুই নাকি বাসায় যাচ্ছিস্ বাসে করে...”। আমার উত্তর, “হ্যাঁ, বাসাতেই তো আসলাম”...।