সখি, ভাবনা কাহারে বলে,
সখি, যাতনা কাহারে বলে,
তোমরা যে বল দিবস রজনী
ভালোবাসা,ভালোবাসা;
সখি, ভালোবাসা কারে কয়?
সে কি কেবলই যাতনা ময়?
সে কি কেবলই চোখের জল
সে কি কেবনই দুঃখের শ্বাস,
লোকে তবে করে কি সুখেরই তরে
এমনও দুঃখের আশ?
আমার চোখেতো সকলই শোভন,
সকলই নবীন, সকলই বিমল,
সুনীল আকাশ, শ্যামল কানন,
বিষাদ জ্যোছনা, কুসুম কোমল,
সকলই আমার মত তারা
কেবলই হাসে, কেবলই গায়,
হাসি আঁখি দিয়া মরিতে চায়,
না জানে বেদন, না জানে রোদন
না জানে সাধের যাতনা যতন।
ফুল সে হাসিতে হাসিতে ঝরে,
জ্যোছনা হাসিয়া মিলায় যায়,
হাসিতে হাসিতে আলোক সাগরে
আকাশেরও তারা তে আগে গায়,
আমার মতন সুখি কে আছে,
আয় সখি আয় আমার কাছে,
সুখি হৃদয়ের সুখের গান,
শুনিয়া তোদের জুরাবে প্রাণ।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল,
একদিন নয় হাসিবি তোরা
একদিন নয় বিষাদ ভুলিয়া
সকলে মিলিয়া কাঁদিব মোরা
ভাবনা কাহারে বলে,
সখি, যাতনা কাহারে বলে
তোমরা যে বল দিবস রজনী
ভালোবাসা ভালোবাসা
সখি, ভালোবাসা কারে কয়?
গানের লিংক
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪৯