চলো না তোমাকে আইসক্রীম খাওয়াতে নিয়ে যায়
উহু, আমার টনসিলের প্রবলেম!
চলো না এই ফুলার রোডের সারি বেয়ে দীর্ঘ পথ হাটি
চটি পায়ে হাটলে ওটার যে আয়ু শেষ হবে মশাই।
তবে চলো চোখের পাতায় তালা লাগিয়ে কপথে যাই
ওইসব গাজাখুরি আলাপ ছাড়ো।
তাহলে এসো কানপেতে বাতাসের শব্দ শুনি
বাতাসের মূর্চ্ছনার চেয়ে এমপিথ্রিতে গান শোনায় ভালো।
চলোনা আকাশের দরজায় কড়া নেড়ে বৃষ্টিকে নিমন্ত্রণ দিই
বয়েই গেছে বৃষ্টিকে ডাকতে।
সব কিছুতেই এত অজুহাত, এত আপত্তি
এসো সমঝোতায়, উল্টোপথে হাটি দুজনে
বালি-খোয়া মেশানো পিচঢালা পথেই তুমি থাকো
আমি বরং স্বপ্নের ডানায় চেপে অজানা পথে পা বাড়ায়।