পতিত নত্রের কথা...
মহাশূন্যে ভাসছিল;
জন্মলগ্ন থেকে পক্ষকাল বয়ে।
সময়ের বালুস্রোতে;
উল্কা, নিহারীকা, ধুমকেতুর সমতলে,
গ্যাস আর বাণুকণা বয়ে বয়ে
জীবন ও মৃত্যুর মাঝামাঝি-
সদাচঞ্চল, সদাঘূর্ণায়মান
নটিটি, ডানাভাঙা পাখির মত,
বিকল বিমানের মত
ক্রমশ ভূপতিত হতে লাগলো...
স্তরের ব্যবধান ঘূচিয়ে উর্ধ্বআসমান থেকে সোজা মধ্যগগনে।
তিমির সময়ের কুন্ডুলিতে পরিভ্রমণ শেষে একাকী
মস্তঅজগরের মত নত্রটি পৃথিবীর কাছাকাছি।
লহমায় আকাশে মিললো নব্যছাইয়ের দেখা
ছাইয়ের কণাগুলো ঝরে পলো মাটিতে।
নত্রের ক্রোধ লুটোপুটি খেলো টিনের চালে, নদীর জলে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৩