একটা মানুষের আসল রূপটা ধরা পড়ে, সে তার থেকে নিচু লেভেলের মানুষের সাথে কি ভাবে ব্যবহার করে, সেটা দেখে ! আপুরা আসুন নিচের প্রশ্ন গুলো মিলিয়ে নিন !
১. আপনার বয়ফ্রেন্ড কে নিয়ে আপনি যখন কোন রেস্টুরেন্টে খেতে যান তখন সে ওয়েটার কে কিভাবে ডাকে ?
ক. শীষ দিয়ে !
খ. চিৎকার করে, এই ওয়েটার বলে
গ. মৃদু হাতের ইশারায় এবং এক্সকিউজ মি বলে
২. বয়সে বড় কোন রিক্সাওয়ালার সাথে কিভাবে ব্যবহার করে ?
ক. এই রিক্সা যাবি ?
খ. এই রিক্সা যাবে ?
গ. এই রিক্সা যাবেন ?
৩.বাসের হেল্পারের সাথে সে ভাড়া নিয়ে কেমন ব্যবহার করে ?
ক. সবসময় ভাড়া নিয়ে ঝামেলা বাধায় !
খ. মাঝে মাঝে ঝামেলা করে !
গ. ঝামেলা করে না !
৪. আপনার সাথে যখন বাইরে কোথাও যায় তখন যদি তার বাধরুম পায় তখন সে কি করে ?
ক. রাস্তায় পাশেই দাড়িয়ে যায় !
খ. আড়ালে কোথায় বসে !
গ. চেপে রাখে অথবা পাবলিক টয়লেট খুজতে থাকে !
৫. আপনার সাথে থাকার সময় যদি অন্য কোন মেয়ে সামনে দিয়ে যায় তাহলে সে কি করে ?
ক. নিজেকে খানিকটা ফিটফাট করে নেয় !
খ. একটু নড়ে চড়ে বসে !
গ. স্বাভাবিক থাকে !
৬. রাস্তায় যদি কোন রিক্সা তাকে সামান্য তম ধাক্কা দেয় তাহলে সে কি করে ?
ক. রিক্সাওয়ালা কে চড় মাড়ে ! গালি দেয় !
খ. রিক্সাওয়ালার সাথে উচু গলায় কথা বলে !
গ. প্যান্টের ধুলা নিজেই পরিস্কার করে !
এবার প্রত্যেক টা ক উত্তরের জন্য নম্বর দিন ১, প্রত্যেক খ উত্তরের জন্য ২ এবং প্রত্যেক গ উত্তরের জন্য নম্বর দিল ৩ !
যদি তার প্রাপ্ত নম্বর যদি হয় ৬-১০ তাহলে সে খচ্চর টাইপের লোক ! এমন লোকের সাথে ঘর বাঁধলে আপনাকে পদে পদে লজ্জিত হতে হবে !
যদি তার নম্বর হয় ১১-১৫ তাহলে খানিকটা সে খচ্চর আর খানিকটা ভদ্রলোক ! চলে আবার চলে না !
যদি তার নম্বর হয় ১৬-১৮ তাহলে নিঃসন্দেহে ভদ্রলোক ! অন্য সব দিক ঠিক থাকলে তাকে বিয়ে করতে পারেন !
পরিশেষে, এটা একটা ভুয়া পদ্ধতি ! এতো সিরিয়ালী নেওয়ার কিছু নাই !
টাইমপাস করতে পারেন !