শেষ বিকেলের আলোর ফোঁটা
ঘড়ির কাটায় বাজলে ছ’টা
তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে, রিকশা কেনো ডাকো?
বন্ধু তুমি আজকে নাহয় আর কিছুক্ষন থাকো।
ক্লান্ত ভীষণ পাখিদেরকে ঘুম পাড়াবে বলে,
সূর্যটা আজ ভুল করে তাই যাচ্ছে আগে চলে।
তোমার বলো কিসের তাড়া, কি জন্য ভয় পেলে?
নিয়ন বাতি শহর জুড়ে রাখবে আলো জ্বেলে।
আর জানোই তুমি, হলাম আমি, ভদ্র ঘরের ছেলে,
তাইতো বলি আজকে নাহয় একটু পরেই গেলে।