সাড়ে তিন'শ মূর্খের হাতে সঁপে দিয়ে
আমার ভবিষ্যৎ,
আমি বেশ আছি, সুখেই আছি- অন্ধ জনগণ।
রাজা তারা-প্রজা আমি, বেজায় খুশি তাতে,
তাঁরা যেমন বলেন তেমন বলি-
"আজ্ঞা মহারাজ।"
যেমন তাঁরা চলতে বলেন তেমন আমি চলি,
পানটি থেকে চুন খসলেই বড্ড বিপদ তাতে।
তাঁরা অঢেল জ্ঞানী, সবাই রসের হাঁড়ি;
আমি ফাঁকা কলস-
তাঁরা যেমন বাজান তেমন বাজি, আমি বেজাই খুশি।
তাঁদের মুখের বাণী মিষ্টি বড়ই- মুগ্ধ হয়ে শুনি।
আমায় ইচ্ছেমতন নাচান তাঁরা, যখন খুশি তখন,
আমি নাচের পুতুল নেচেই চলি,
থামতে তাঁদের মানা।
আমার খাতায় লেখেন তাঁরা- আমার কলম দিয়ে,
আমার কেনা রেডিওতে বাজে তাদের কথা।
আমার কোমর ভাঙা, চোখে ঠুলি, দু'হাত আছে বাঁধা,
কলুর বলদ খাঁটছি আমি তাদের পকেট ভরা।
আমি ভালই আছি, সুখেই আছি- বলেছেন আমার রাজা।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৩