হয়তো দিনশেষে টাকাটাই মুখ্য,
টাকার আধিক্যে কেউ হারিয়ে যায়,
আবার টাকার অভাবে কেউ হারায়।
দিনশেষে দেখা যায় টাকাটাই সব।
শুধুমাত্র টাকা আছে বলে কেউ একের
পর আরেকটা প্রেম করে বেড়ায়,
অন্যদিকে টাকা নেই বলে অনেকে
শুদ্ধ প্রেমটাকে প্রকাশই করে না।
আসলে টাকা নয় সাহসটাই সব!
কিন্তু পকেট গরম থাকলে দুনিয়াটা
যে হাতের মুঠোয় থাকে সে কথাটা সত্য।
তাই দিনশেষে টাকাটাই মুখ্য হয়ে ওঠে।
সিনেমার হিরোর মতন তো জীবন নয়,
হিরোর অসীম সাহস আছে, সে হিরো।
সে রিক্সাওয়ালা হলেও সে শিল্পপতির
মেয়েকে লাভ করে-নাটুকে ভালবাসায়।
কিন্তু জীবন নিষ্ঠুর - সব মানুষ হিরো নয়,
পর্যাপ্ত টাকা নেই, সাহস নেই, ভাব নেই,
তাই আকাঙ্ক্ষিত রমণী নেই তার পাশে।
দিনশেষে দেখা যায় টাকাটাই সব,
যা থাকলে পাশে আজ থাকত সব।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৬ রাত ৮:৫৫