~~চলো বলোগ (ব্লগ) লিখি, নোবেল জিতি~~
১ম ধাপ:
শান্তিতে নোবেল জিততে চান, তবে আর দেরি নয়, আজই ব্লগ লেখা শুরু করে দিন। কিছু সমাজ সচেতনতামূলক পোস্ট দিন। কিছুদিন এভাবে চালিয়ে যান। মনে রাখবেন, নারী অধিকার বিষয়ক কথা-বার্তা অগ্রগণ্য।
২য় ধাপ:
বিপক্ষ মতাদর্শীদের হামলার শিকার হোন। কিছুদিন দামী হসপিটালে কাটান। গুলি (দাওয়াই) সেবন করুন। চিন্তা করবেন না, সমস্ত খরচ বহি:শক্তি মেটাবে। আপনার কিংবা আপনার বাবার কোন খরচই হবে না।
৩য় ধাপ:
অন্যের খরচে সুস্থ্য উঠুন। এরপর আর ব্লগে বেশি সময় দিতে হবে না। এবার নিজ এলাকায় বিভিন্ন সভায় ভাষণ দিন। আপনি যদি স্বভাবে বেশি Shy হোন, তবে Recovery এর সময় রাজনৈতিক নেতাদের কাছ থেকে ভালোভাবে ভাষণ এর উপর কোর্স করে ফেলুন।
৪থ ধাপ:
বিভিন্ন দেশ ভ্রমণ করুন এবং বিরোধী মতাদর্শীদের ছায়া এড়িয়ে। বড় বড় ব্যক্তিদের সাথে ডিনার, লান্চ করুন। মত বিনিময় করুন। মাঝে মাঝে বলোগ লেখা চালিয়ে যান।
এভাবেই কয়েক বছরের মধ্যে শান্তিতে নোবেল পুরষ্কার জেতা আপনার ঠেকায় কে !! Just wait & see.
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৭