"এভাবেই কেটে যাচ্ছে- দিনগুলো,
বেলা ফুরোচ্ছে- ধোয়া উড়ছে,
ধুলোমাখা পথ- ধুলোর ঝড়ে আজ
পাড়ি দিচ্ছে একা এক কষ্ট মানব।
কিছু ব্যস্ততা আজ ভুলাচ্ছে খুব করে
যত শত স্মৃতি - দু:খে গ্রথিত ;
কি-যে হচ্ছে, কি হারাচ্ছে আজ
জীবন থেকে - স্মৃতিরর পাতা থেকে !
উবে যাচ্ছে যত ক্লেদাক্ত ক্লেশ
নিয়ত যা বয়ে চলছিল- একা
একা সেই কষ্ট মানব- যাপিত
জীবনে, সব মুছে যাচ্ছে আজ,
মিশে যাচ্ছে ধোয়াশার অতীতে।
কোমলতা আজ কাঠিন্যে মিশে
কষ্ট মানব আজ আর নষ্ট হয় না।'