তুমি জানো না আমি তা জানি,
দেখলেই তোমায় আমি স্পর্শ করি,
হাত বাড়িয়ে নয় মন বাড়িয়ে দিয়ে;
সারাটি খন নেই তোমারই পরশ।
রূপেরই বিভা বাতাসে ছড়িয়ে
হেঁটে যাও তুমি যবে পাশ কেটে
পথের পাশে একা দাঁড়িয়ে থেকে
স্পর্শ নেই আমি দু'চোখ বুঁজে।
ছোঁয়া হয়না তোমায় জাগতিকভাবে,
তবুও ছুঁই আমি অন্তর্লীনে-
হাত বাড়িয়ে নয় শুধু মন দিয়ে।