পরিক্ষা শেষ তাই সময় কাটছিলোনা কিছুতেই । সবাই বাড়িতে চলে গেছে কিন্তু আমি পারছি না কারণ ইট ভাঙ্গার কাজ আছে (মানে টিউশনি) !! তো সারাদিন হলে বসেই খেয়ে আর ঘুমিয়ে সময় কাটাচ্ছিলাম । আর তাই ব্লগ দিবসে অন্তত কিছুটা মুল্যবান সময় ব্যয় করা যাবে ভেবে সেদিনের টিউশনি বাদ দিয়েই চলে গেলাম অনুষ্ঠানে ।
প্লাস নিজের হল থেকে হেটে যেতে মাত্র পাঁচ মিনিট (কি আর করার ?!)
পৌনে ছয়টার দিকে মিলনায়তনে ঢুকতেই দেখি মানুষের মাথা আর মাথা । আমি বের হয়ে যেতে নিলে কোন একজন আমাকে ভেতরে যেতে বললেন । গিয়ে দেখি দাড়ানোর জায়গাও নাই । অনেকটা ঠাই নাই মার্কা অবস্থা !! যাক , এই কাহিনি ব্লগাররা ইতিমধ্যে কমপক্ষে ৫০ জনের মুখে শুনে ফেলেছন । কিন্তু আমি তো অলস !! বারবার এদিক ওদিক করছি যদি একটা চেয়ার পাই কোনভাবে । অন্তত বসে বসে সময়টা কাটানো যেতো !!
হঠাত করে দেখলাম একটা আসন খালি হয়েছে কিন্তু পাশে এক আপু !! এমনিতেই আমি অপরিচিত মানুষের সাথে মিশতে পারি না তার উপর আবার এক আপুর পাশে আসন !! কিন্তু আলস্যকে জয় করার জন্য আপুকে বললাম , " আপু , এখানে বসা যাবে ??"
আপু দেখি মিষ্টি হাসি দিয়ে বললেন ," বসেন । "
কিছুক্ষণ পরে বললেন , " আপনার নিক কি " ।
বললাম , " অনবদ্য অনিন্দ্য । আপনারটা ? "
উনি বললেন , " আরজুপনি "
আমার তো আর আনন্দ ধরে না( কিন্তু আপুর সামনে প্রকাশ করলাম না) । আমি বললাম , " আপনি তো কয়েকদিন আগেই ব্লগার টিপুকে নিয়ে একটা পোষ্ট দিয়েছিলেন , তাই না?? "
উনি বললেন , " হু , আর সেখানে আমি প্রথম মন্তব্য করেছি "
আড্ডা মোটামুটি জমে উঠল । আপু আমাকে তুমি করে বলছিলেন যখন তখন সত্যি ভালো লাগছিল !!! পরে আমাকে উনি বললেন , " চল, বাইরে যাই । আপু বাইরে গিয়ে আমার কথা মনে হয় বেমালুম ভুলে গেলেন !! কিন্তু আপুকে অনেক ধন্যবাদ কারণ আমার সেখানে পরিচিত হওয়া প্রথম ব্লগার উনি ।
বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখি দাড়িওয়ালা এক বুদ্ধিজীবি টাইপের ভাই দাঁড়িয়ে আছেন !! অনেক ভেবে চিন্তে শেষ পর্যন্ত উনাকে বলেই ফেললাম , " ভাইয়া আপনার নামটা " । জানলাম উনি " জীবনানন্দ দাসের ছায়া " । সত্যি বলতে চেহারার মধ্যে সেই ভাবটা আছে বলেই মনে হলো আমার !!
সুপান্থ সুরাহী ভাইয়ের সাথেও হাল্কা কথা হলো । অনির্বাণ রায় আমার সিটের পিছনে বসে আড্ডা দিচ্ছিলেন কিন্তু আমি কেন যে মানুষের সাথে মিশতে পারি না তাড়াতাড়ি ??!!
সে যাই হোক , আমার মনে হয় আমি ওই অনুষ্ঠানের একজন একনিষ্ঠ শ্রোতা ছিলাম !! যেটা এখন বুজতেছি একটা গাধামীর মধ্যে পড়েছে , আসলে প্রথম্বার তো বুঝতে পারছিলাম না কি করা উচিত ??
পরে আরো যাদের সাথে পরিচয় হলো , বিডি নিউজের নির্ঝর , বাকিদের নাম মনে আসছে না । কিন্তু যাদের দেখার অনেক সাধ ছিল কিন্তু মিস করেছি সেই লিস্টটা অনেক বড় !! অনুজীব , শায়মা আপু , রেজোয়ানা আপু , নষ্ট কবি , দুর্জয় ভাই , শিপু ভাই আরো অনেকে !! উনাদের মধ্যে অনেকেই এসেছিলেন কিন্তু নিজের বোকামিতে কিছু করতে পারলাম না আর কি ??
একেবারে শেষের দিকে রেজোয়ান তানিম ভাইয়ের সাথে কথা বললাম । উনার ফেসবুক প্রোফাইলের সাথে পুরো মিল আছে চেহারার ! নাহলে আমার মতো -৭ পাওয়ার ক্ষমতার চশমা ব্যবহারকারীর উনাকে চেনার কথা না !! উনাদের সাথে দাড়িয়েই হিম শীতল খাদ্য ভক্ষণ করিলাম !!
আমার কাছে তারপরেও অনেক ভালো লেগেছে এই আয়োজনটি কারণ যেই মানুষগুলোর লিখা শুধুমাত্র পড়ি আমরা সেই মানুষগুলো আমাদের সামনে প্রথমবারের মতো এলেও মনে হচ্ছিল কত্তদিন ধরে চিনি !! লোভ হচ্ছিল আশিকুর রাসেলের উপর !! কপাল এরেই কয় !!
সেরা ১০ ব্লগারকে শুভেচ্ছা জানাই । জানা আপুকে অনেক ধন্যবাদ এমন একটা প্লাটফর্ম তৈরি করার জন্য । সবচেয়ে বড় কথা সামু থেকেই প্রায় সবগুলো ব্লগের জন্ম এটা নিঃসন্দেহে প্রমাণিত । আমরাও সেজন্য খুশি ও গৈরবার্নিত । কারণ আজকের এই ব্লগ প্লাটফর্মটি পুরোটাই সামুর কৃতিত্বে বলা যায় । শুভ ব্লগিং সবাইকে । ভালো থাকবেন সবাই । পরেরবার অবশ্যি সবার সাথে কথা হবে সেই আশা করি ।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:০৪