
তোমার সাথে লাস্ট কবে কথা বলেছি ঠিক মনে নেই।জানিনা কেন সেদিন ভোররাতে ঠিক তোমাকেই মনে পড়লো।অনেকদিন পর মনে মনে তোমার সাথে দেখা।দেখলাম তুমি কনফেশন করছো আমার কাছ থেকে কি কি বিষয় লুকিয়ে ছিলে।তোমাকে দেখে ঘুমের মধ্যেই বেশ অবাক হয়ে গিয়েছিলাম।তুমি কি ভাববে বলে ডিপার্টমেন্টএর স্যুভেনিরে প্রেমের একটা গল্প দিতে পারি নি।শেষ পর্যন্ত দিলাম একটা কল্পকাহিনী।তোমাকে দেখলেতো আর আবেগে বুক কেপে উঠে না,বুকটা ছ্যাত করেও উঠে না,মন খারাপও লাগে না,অস্বস্তিও লাগে না,শুধু চারপাশের পরিবেশটা কেমন যেন ভারি ভারি লাগে।কেমন যেন অস্তিত্ব আর না অস্তিত্ব এর মাঝামাঝি একটা জিনিস।খেয়ালি মন যেন সইতে না পেরে ছুটতে চায়।অথচ কোন অনুভূতি নেই এই মনে।অদ্ভূত,বড় অদ্ভূত এই মন।


